কখন কীভাবে কাটবে পারিশ্রমিক জটিলতা

০২:০৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

ক্রিকেটারদের পারিশ্রমিক না দিয়ে বেশ আলোচনায় এসেছিল দুর্বার রাজশাহী। তবে এই সমম্যা যে শুধু রাজশাহীর, ব্যাপারটা মোটেও এমন নয়। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোও একই দোষে দুষ্ট। গতকাল বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তামিম ইকবাল খান। এসব ছাড়া নাজমুল হোসেন শান্তর দলে যাওয়া জায়গা না পাওয়া ও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার ফর্ম উদ্বেগ সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে। এসব নিয়েই আজকের আলোচনা। বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও ক্রিকেট নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনায় আছেন জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু।