ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি বাংলাদেশ

১২:৪২ পিএম, ১২ অক্টোবর ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট হবে আগামী ১৪ অক্টোবর। এর মধ্যে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের জন্য। ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে ক্যাটাগরি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে ক্রিকেটারদের গ্রেডিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরুল কায়েস। বাংলাদেশের এই ওপেনারের অভিযোগের পেছনের গল্প ও ভারত-বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি ম্যাচ নিয়েই আজকের আলোচনা।