ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব
০৬:০৯ পিএম, ৩১ অক্টোবর ২০২৪
মুসলিম দেশগুলোর অন্যতম দুই স্তম্ভ সৌদি ও ইরানের মধ্যে কয়েক দশক ধরেই ছিল বৈরি সম্পর্ক। আর এই শত্রুতা উস্কে দেয়ার পেছনে অব্যাহতভাবে কাজ করে গেছে ইসরাইল ও এর মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিনীরা এমন এক সন্দেহ ঢুকিয়েছিল যে, সৌদি আরব মনে করতো ফিলিস্তিনকে ব্যবহার করে আসলে ইরান মধ্যপ্রাচ্য নিজের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে। আর, এজন্য ইরান নিয়ন্ত্রিত হামাস, হিজবুল্লাহ, হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের ছিল তীব্র শত্রুতা। ইরানকে দমনের নামে রিয়াদের সাথে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কাজও শুরু করেছিলো যুক্তরাষ্ট্র।
তবে এক বছর ধরে ফিলিস্তিনে ইসরাইলের নির্বিচার গণহত্যায় এবার ভুল ভেঙেছে সৌদি আরবের। মোহাম্মদ বিন সালমান বুঝতে পেরেছেন, ইরানের সাথে বৈরিতা জিইয়ে রেখে এতদিন নিজেদের আগ্রাসন বাড়িয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। দুই শক্তিশালী মুসলিম দেশের বিভেদকে কাজে লাগিয়ে ফিলিস্তিন, লেবানন, ইরান, ইয়েমেন, ইরাক, সিরিয়াকে মুছে ফেলতে চেয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।