দেরিতে কথা বলছে শিশুরা, বাড়ছে বাবা-মায়ের উদ্বেগ

০৫:১১ পিএম, ২৬ নভেম্বর ২০২৪

মনিরুল ইসলাম ও সায়লা ইসলাম দম্পতির প্রথম সন্তান সাইমুম ইসলাম। পাঁচ বছর পেরিয়ে গেছে। কিন্তু এখনো সঠিকভাবে কথা বলতে পারে না সাইমুম। অথচ তিন বছর বয়সেই সাধারণ বাক্য ও প্রশ্নের উত্তর দিতে পারার কথা শিশুটির।