বিশ্বের বিভিন্ন দেশে তরল দুধের দাম

০৪:২২ পিএম, ০১ জুন ২০২৪

দুধ অত্যন্ত পুষ্টিকর ও সুষম একটি খাবার। শারীরিক শক্তি–সামর্থ্য ঠিক রাখতে ও আরও মজবুত করতে দুধের বিকল্প নেই। কেবল শিশু-কিশোর নয়, তরুণ, মধ্যবয়সী ও বয়সী সব মানুষেরই নিয়মিত দুধ পান করা অপরিহার্য।

তবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের মূল্যই সাধারণ ও স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সেই সঙ্গে বেড়েছে দুধের দামও। আসুন জেনে নেওয়া যাক, কোন দেশে লিটারপ্রতি ‍দুধ কত দামে (বাংলাদেশি মুদ্রার হিসাবে) বিক্রি হচ্ছে। বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিওর (এনইউএমবিইও) ওয়েবসাইট থেকে এসব দাম সংগ্রহ করা হয়েছে।