পেশায় চিকিৎসক হয়েও কেন ফুড রিভিউ করেন ডক্টর ফুডি
০৭:৪৯ এএম, ১৫ এপ্রিল ২০২৪
পেশায় চিকিৎসক হয়েও কেন ফুড রিভিউ করেন ডক্টর ফুডি
ডা. দিদার উর রশিদ, পেশায় একজন চিকিৎসক হয়েও সময় পেলেই ফুড ভ্লগিং করছেন। সবার কাছে পরিচিতি পেয়েছেন ডক্টর ফুডি নামে। তাইতো দেশে কিংবা দেশের বাইরে যেখানে যাচ্ছেন, যেসব খাবার খাচ্ছেন সেগুলো নিয়ে নানা রকম রিভিউ ভিডিও আকারে প্রচার করছেন। আর এসব কাজে সঙ্গে থাকেন তার সহধর্মিণী মনিকা আক্তার রিতু।
ডক্টর ফুডি এবং তার স্ত্রীর সঙ্গে আড্ডা আর গল্পে জাগো নিউজের আজকের ইনফ্লুয়েন্কার ইনসাইড।