শুটিংয়ের জন্য আরও উন্মুক্ত হলো আবুধাবি, মিলবে বিশাল ছাড়

০৬:৪৬ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫

শুটিংয়ের জন্য আরও উন্মুক্ত হলো আবুধাবি, মিলবে বিশাল ছাড় 
 
ক্রমেই আবুধাবিতে বাড়ছে চলচ্চিত্রের শুটিংয়ের ব্যস্ততা। বিশ্বের নানা দেশের নির্মাতারা শুটিংয়ের জন্য মরুর এই দেশটিকে বেশ পছন্দ করেন। আর চাহিদার কথা চিন্তা করে আবু ধাবিও এই খাতে বেশ মনযোগী হয়েছে।