সিল্কে আগ্রহ ক্রেতাদের, অর্ধশত কোটি টাকার বেচাকেনার আশা

১১:৩৪ এএম, ২৩ মার্চ ২০২৫

মাহমুদা খাতুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের ছাত্রী। পরিবারের সঙ্গে থাকেন রাজশাহী শহরে। তার কাছে ঈদের কেনাকাটা মানেই ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক। তাই পরিবারের সঙ্গে এসেছেন রাজশাহীর সপুরা সিল্ক শোরুমে। ঘুরে ঘুরে দেখছেন ঈদের পোশাক।

মাহমুদা খাতুন জাগো নিউজকে বলেন, ‘এবার একটু দেরিতেই আসা হয়েছে। তবে অন্যান্যবারের চেয়ে এবার শাড়ির কালেকশন একটু বেশি। দামও একটু বেশি। তবে মাল্টিপল (বিভিন্ন) কালেকশন আছে। মাল্টিপল দামও আছে। সবাই কিনতে পারবেন।’