সাঁকো বেয়ে উঠতে হয় সেতুতে, ভোগান্তি চরমে
০৯:০৮ এএম, ০৮ ডিসেম্বর ২০২৪
সেতু আছে অথচ নেই সংযোগ সড়ক। বাঁশের সাঁকো বেয়ে পার হতে হয় সেতু। প্রতিনিয়ত এমনই দুর্ভোগ পোহাচ্ছেন শরীয়তপুর সদর উপজেলার পূর্ব সোনামুখীর এলাকার কয়েক হাজার মানুষ। সাঁকো দিয়ে পারাপারের সময় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার পূর্ব সোনামুখী থেকে চার কিলোমিটারের একটি সড়ক ডামুড্যা উপজেলার কেওরভাঙ্গা এলাকায় মিলিত হয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন অন্তত ৩০টি গ্রামের লোকজন। স্থানীয়দের যাতায়াতের সুবিধার জন্য সড়কটির ওপর থাকা একটি পুরোনো কালভার্ট ভেঙে ৩৫ ফুট দৈর্ঘ্যের আরেকটি নতুন সেতু নির্মাণের জন্য গতবছরের নভেম্বরে কার্যাদেশ দেয় এলজিইডি। বিডিআর করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ৩২ লাখ টাকা নির্মাণ চুক্তির পর কাজ শেষ হয় গত মার্চে।