নিজের ছুটি নিজেই নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
০৮:০১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা। বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় রোগীদের উপচেপড়া ভীড়। স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েকজন ডেঙ্গুরোগী ভর্তি থাকলেও তারা পাচ্ছেন না সেবা। আতঙ্কে কাটছে তাদের সময়। এসব বিষয় দেখভালের জন্য অফিসে নেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ। তার অনুপস্থিতিতে চিকিৎসাসেবা ও দাপ্তরিক কাজে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন জরুরি বিভাগের চিকিৎসক।