নির্বাচন কমিশন সংস্কারে ৩ মাসের বেশি লাগার কথা নয়: এ্যানি
১১:১১ এএম, ১০ নভেম্বর ২০২৪
নির্বাচন কমিশন সংস্কারে তিন মাসের বেশি সময় লাগার কথা নয় বলে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (৯ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান, বাইরের দেশে বসে ভিডিও বার্তা দিচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই অপশক্তি যদি ছোবল মারে, থাবা মারে, তাহলে গণতন্ত্রের ভিত নষ্ট হয়ে যেতে পারে। আপনারা নির্বাচন কমিশন সংস্কারের কাজ হাতে নিয়েছেন। সংস্কার কাজে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এই তিন মাসের বেশি লাগার কথা নয়। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।