সরকারি কর্মকর্তা-কর্মচারী ইলিশ ধরায় সহায়তা করলে ব্যবস্থা’

১২:৪৭ পিএম, ১৩ অক্টোবর ২০২৪

চাঁদপুরে পদ্মা-মেঘনায় ২২ দিন মা ইলিশ রক্ষার অভিযান শুরু হচ্ছে আজ শনিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে। এ উপলক্ষে বিকেলে শহরের বড় স্টেশন মোলহেড তিন নদীর মোহনায় সচেতনতামূলক সভা ও র‍্যালি হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন জানান, ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। এসময় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি জেলেদের অবৈধভাবে সহায়তা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। প্রতি বছর মা ইলিশ ডিম ছাড়ার লক্ষে ২২ দিন পদ্মা-মেঘনা নৌ-সীমানার ৭০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার বন্ধ থাকে। আজ রাত ১২টার পর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে, যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। আইন অমান্য করে কেউ মাছ ধরলে ব্যবস্থা হিসেবে জেল-জরিমানাসহ অর্থদণ্ডের বিধান রয়েছে।