সড়ক-মহাসড়কে অটোরিকশার দাপট, দু'র্ঘ'টনা-যানজট লেগেই আছে

০৯:৫০ পিএম, ০৯ অক্টোবর ২০২৪

সড়ক-মহাসড়কে অটোরিকশার দাপট, দু'র্ঘ'টনা-যানজট লেগেই আছে 
 
‘আগের তুলনায় এহন বরিশাল সিটিতে ব্যাপক অটোরিকশা (থ্রি হুইলার) বাইরা গেছে, এত বাড়ছে যে রাস্তায় গাড়ি চালাইন যায় না। এহন হারা দিন গাড়ি চালাইয়াও এক হাজার টাহা ইনকাম হরতে কষ্ট হইয়া যায়। মাঝে মাঝে জোমার টাহাও উডাইতে পারি না।’