ভ্যাপসা গরমে বাড়ছে ডায়রিয়া রোগী

১০:০৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৪

প্রখর রোদের পাশাপাশি ভ্যাপসা গরমে স্বস্তি মিলেছে না কোথাও। অস্বস্তিকর আবহাওয়ায় জ্বর, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে গরমে শিশুরা ডায়রিয়া, হাঁপানি ও জ্বরে ভুগছে। একই সঙ্গে বয়োবৃদ্ধদের হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে।

নীলফামারী জেনারেল হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে ৭০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী।