শেষ সময়ে জমজমাট ভোলার ঈদবাজার

০৭:৫৫ এএম, ৩০ মার্চ ২০২৫

দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। তাই ঈদের নতুন পোশাক কিনতে ভোলার মার্কেট ও দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। শেষ সময়ে জমজমাট হয়ে উঠেছে জেলার শপিংমলগুলো। সকাল থেকে রাত পর্যন্ত পোশাকের দোকানে উপচে পড়া ভিড় থাকছে ক্রেতাদের।

ভোলার শহরের কে-জাহান, জাহাঙ্গীর প্লাজা, চকবাজার ও জিয়া সুপার মাকের্ট ঘুরে দেখা গেছে, সকাল ১০টা থেকেই থেকে মার্কেটগুলোর পোশাকের দোকানে সব বয়সী নারী-পুরুষ ও শিশুদের ভিড় রয়েছে। পছন্দমতো পোশাক কিনতে ক্রেতারা এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন।