কৃষি বিভাগের অবহেলায় বিপাকে সরিষা চাষিরা
০৫:৪৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪
ভোলায় সরিষার ফুলে ভরে গেছে চারপাশের মাঠ। অথচ মনপুরায় কৃষি বিভাগ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করা হচ্ছে এখনো। সময়মতো সরিষার বীজ বিতরণ করেনি কৃষি বিভাগ। ফলে এ বছর সরিষার চাষ করে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন চাষিরা। এছাড়াও প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ না করার অভিযোগও রয়েছে চাষিদের।
বিস্তারিত : https://www.jagonews24.com/m/country/news/991309