পাগলা মসজিদের মোট টাকার পরিমাণ জানাতে নারাজ প্রশাসন

০৫:১৩ পিএম, ৩০ নভেম্বর ২০২৪

‘২০২৪ সালের বিপ্লবের পর আমরা ছাত্র-জনতা সবকিছুর মধ্যেই অংশগ্রহণ করি এবং খোঁজ-খবর নিই, এখানে কোনো অনিয়ম দুর্নীতি হচ্ছে কি না। এরই ধারাবাহিকতায় বিপ্লবের পর পাগলা মসজিদের দানবাক্স খোলার মতো কোনো পরিস্থিতি ছিল না।

কিশোরগঞ্জসহ সারাদেশের মানুষ জানতে চাচ্ছিল বছরের পর বছর পাগলা মসজিদের দানবাক্সে কোটি কোটি টাকা আসছে। এই টাকা কোথায় রাখা হচ্ছে। এখন পর্যন্ত পাগলা মসজিদের কত কোটি টাকা রয়েছে। এই টাকা কোথায় ব্যয় হচ্ছে। দেশের মানুষ এবং কিশোরগঞ্জের আপামোর ছাত্র-জনতা প্রশ্ন তুলেছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এখন পর্যন্ত কিশোরগঞ্জের প্রশাসন যারা পাগলা মসজিদের দায়িত্বে রয়েছে তারা এটা ক্লিয়ার করেনি। কত টাকা আসছে, সোনা-রুপা কী আসছে, বৈদেশিক মুদ্রা কী আসছে, ওই টাকা কোথায় রাখা হচ্ছে। কাদের মাধ্যমে রাখা হচ্ছে, কোথায় ব্যয় করা হচ্ছে। পাগলা মসজিদ নিয়ে এই যে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা, এটা নিয়ে লুকোচুরি করা হচ্ছে।’