পোশাকখাত ক্ষতিগ্রস্ত হলে সব সেক্টরে প্রভাব পড়বে

১০:১৭ এএম, ০৬ অক্টোবর ২০২৪

দেশের কোনো একটি খাত ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব পড়বে সব সেক্টরে। আজ গাজীপুরে শ্রমিক অসন্তোষ তো কাল সাভার কিংবা আশুলিয়ায়। এভাবে নরসিংদী থেকে রংপুরে ছড়িয়ে পড়ছে। মনে রাখতে হবে দেশের ৮২ শতাংশ রপ্তানিতে অবদান রাখা পোশাকখাত সমস্যায় পড়লে অন্য খাতও নিরাপদ থাকবে না।

শনিবার (৫ অক্টোবর) মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।