লংকাবির ক্যাবল কারে রোমাঞ্চকর ভ্রমণ


প্রকাশিত: ১০:৫১ এএম, ১৫ মে ২০১৬

স্বপ্নীল দ্বীপ লংকাবি। পর্যটননগরী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে উত্তর পশ্চিমে থাইল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৪৫ মিনিট দূরে অবস্থিত দ্বীপটি। প্রতিদিন হাজার হাজার ভ্রমণ পিপাসুর মিলনমেলা এই দ্বীপে।

লংকাবিতে দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল ক্যাবল কার বা ঝুলন্ত গাড়ি। লংকাবি ফেরি স্টেশন থেকে যেতে সময় লাগবে মাত্র ২৫-৩০ মিনিট। ট্যাক্সি অথবা নিজে গাড়ি ভাড়া করে একাই চালিয়ে যেতে পারেন। ক্যাবল কারটি তিনটি স্তরে ভাগ করা। বেজ স্টেশন বা মূল স্টেশন, মিডল স্টেশন বা মাঝের স্টেশন এবং টপ স্টেশন বা সর্বোচ্চ স্টেশন।

longkabi-pic

ক্যাবল কারে টিকেট মূল্য ৩৫ রিংগিত। বেজ স্টেশন থেকে টিকেট কেটে ক্যাবল কারে চড়তে হয়। প্রতিটি ক্যাবল কারে ৬ জন করে বসা যায়। বেস স্টেশনে আরও মিলবে স্যুভেনির শপ। এখানকার কর্মচারীরা পর্যটকের ছবি তুলে দেয় যা পরে স্মৃতি হিসেবে ধরে রাখা যায়। ক্যাবল কারের পুরো পথ হল ৯৫০ মিটার যা পৃথিবীর মধ্যে সব চেয়ে লম্বা পথ। আর পুরো পথ যা অতিক্রম করতে হয়, তা প্রায় ১,৭০০ মিটার। নিচু থেকে প্রায় ৪২ ডিগ্রি কোণে উপরে উঠবে। ভীষণ রোমহর্ষক এক অনুভূতি।

longkabi-pic

মাঝের স্টেশন অতিক্রম করে পরবর্তী স্টেশনে বেয়ে উঠবে যা শেষ হয় আরেকটি পাহাড়ে। আর এখান থেকে দেখা যায় স্কাই ব্রিজ এবং পুরো লংকাবি। মাঝে মাঝে মেঘ ছুঁয়ে যায়। একপাশে নীল সাগর এবং অপর পাশে সবুজে ঘেরা পাহাড়। পাশেই স্কাই ব্রিজ। স্কাই ব্রিজে যেতে হলে খরচ হবে অতিরিক্তি ৫ রিংগিত।

longkabi

লংকাবি ক্যাবল কার ভ্রমণের জন্য সকাল বেলাটা বেশ উপযুক্ত। পরিষ্কার মেঘমুক্ত আকাশ পেতে চাইলে সকাল ৯টার মধ্যে ঘুরে আসা ভালো। এর আশপাশে রয়েছে অনেক খাবারের দোকান এবং লেক। বেশ স্বাচ্ছন্দ্যে কেটে যাবে সময়।

longkabi

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।