রোজা রেখে ভ্রমণে করণীয়

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০২:০৫ পিএম, ১৫ মার্চ ২০২৪

পবিত্র রমজান মাসে রোজা রেখে অনেক মুসলিমই ভ্রমণ করতে ইচ্ছা পোষণ করবেন না। কারণ রোজা রেখে ভ্রমণ করা খুবই কষ্টের বিষয়। তারপরও কেউ যদি রোজা অবস্থায় ভ্রমণে বের হয়ে যান, তাহলে কিছু নিয়ম তাকে অবশ্যই মেনে চলতে হবে।

আসুন জেনে নিই, রমজান মাসে ভ্রমণের ১০টি পরামর্শ—

১. ভ্রমণের সময় হালকা-পাতলা জামা-কাপড় পরতে হবে।
২. ভ্রমণের সময় সঙ্গে নরম ভেজা তোয়ালে রাখতে হবে।
৩. ছাতা, সানগ্লাস এবং মাস্ক অবশ্যই সঙ্গে রাখবেন।
৪. বেশি ঘেমে গেলে মুখ ধুতে ঠান্ডা পানি রাখতে পারেন।

আরও পড়ুন

৫. ভুলেও মাথায় পানি দেবেন না। তাতে জ্বর আসতে পারে।
৬. ভেজা তোয়ালে দিয়ে শরীর, মাথা এবং ঘাড় মুছে নেবেন।
৭. কিছুটা পথ ভ্রমণের পর কোনো ছায়ায় বসে বিশ্রাম নেবেন।
৮. ভ্রমণে ভারী ব্যাগ বহন করা থেকে বিরত থাকতে হবে।
৯. বিরতির সময় ব্যাগ, মোবাইল ফোন এবং জুতা নিরাপদে রাখবেন।
১০. উঁচু পাহাড়ে ট্র্যাকিং করা থেকে বিরত থাকবেন।
১১. নদী ভ্রমণে সাঁতার কাটা থেকে বিরত থাকবেন।
১২. রমজানে ভ্রমণের সময় সঙ্গে ইফতার নিয়ে যেতে পারেন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।