একদিনেই ঘুরে আসুন ক্যাফে ২৪ পার্ক

এম মাঈন উদ্দিন
এম মাঈন উদ্দিন এম মাঈন উদ্দিন , উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০১:১৩ পিএম, ১১ জানুয়ারি ২০২৪

পাহাড়ের কোলে অপরূপ সৌন্দর্যের পসরা সাজিয়ে বসেছে ক্যাফে ২৪ পার্ক। আঁকাবাঁকা পিচঢালা পাহাড়ি পথ বেয়ে ভ্রমণপিপাসু মানুষ ছুটে যাচ্ছে এই পার্কে।

শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের বিনোদনের অন্যতম তীর্থস্থান এটি। চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় অবস্থিত এই পার্কে দর্শনার্থীদের জন্য আছে হরেক ধরনের রাইড। একদিনেই ঘুরে আসতে পারেন এই পার্ক থেকে।

আরও পড়ুন: সিলেট ভ্রমণে ঘুরে আসুন লাল শাপলার লেকে 

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই পার্কটি ভাটিয়ারি থেকে হাটহাজারি সংযোগ সড়কের প্রায় ৭ কিলোমিটার দূরে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের একটু আগে অবস্থিত।

jagonews24

এখানে আছে দৃষ্টিনন্দন পার্ক, অপরূপ লেক, বিভিন্ন ধরনের রাইড। ক্যাফে ২৪ পার্কটি এক কথায় অসাধারণ। অনেকে পরিপাটি, সাজানো গোছানো, পরিষ্কার-পরিচ্ছন্ন।

প্রশিক্ষণের সময় সেনাবাহিনী যেসব উপকরণ ব্যবহার করেন এখানে তার কিছু জনসাধারণ দেখানোর জন্য তৈরি করা হয়েছে। নির্দিষ্ট ফি দিয়ে জনসাধারণ এগুলো ব্যবহার সম্পর্কিত ধারণা নিতে পারবে। শিশুদের বিনোদনের জন্য আছে হরেক রকমের আয়োজন।

আরও পড়ুন: নানা রঙে বদলায় রহস্যময় লেক 

এই পার্কে দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি ধরা হয়েছে বড়দের জন্য ৫০ টাকা ও ছোট বাচ্চাদের জন্য ৩০ টাকা। এই ক্যাফে ২৪ পার্কে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা বেড়াতে আসেন।

jagonews24

এই ক্যাফে ২৪ পার্কে আমিও বেশ কয়েকবার গিয়েছিলাম ও আমার খুবই ভালো লাগে এই পার্কের পরিবেশ ও অন্যান্য সবকিছু।

জানা গেছে, সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বাস স্টপেজ থেকে পাহাড় ছেদ করে হাটহাজারীর দিকে চলে গেছে ১১ কিলোমিটার রাস্তা, যার নাম হাটহাজারী সংযোগ সড়ক।

আরও পড়ুন: নতুন বছরে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন নীলগিরি 

পাহাড়ি এ রাস্তাটি দেখে মনে হবে, পার্বত্য অঞ্চলের পাহাড় ফুঁড়ে আঁকাবাঁকা, উঁচু-নিচু মসৃণ রাস্তা পেরিয়ে দু’পাশের অভূতপূর্ব এক স্মৃতি নিয়ে ছুটে চলেছি কোনো এক রোমাঞ্চকর গন্তব্যে।

jagonews24

এ পথে আসলে সহসাই আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে যে কারো মন। চলতি পথে রয়েছে ভিন্নধর্মী বিনোদনের ব্যবস্থাও। সবকিছু মিলিয়ে এটি হয়ে উঠেছে বাংলাদেশের সুন্দরতম রাস্তাগুলোর মধ্যে অন্যতম একটি ভ্রমণ পথ।

রাস্তার শুরুতেই পড়বে উঁচু-নিচু মসৃণ পথ, পাহাড়ের ভাঁজে জুম চাষ, সেনাবাহিনীর ট্রেনিং গ্রাউন্ড, পাহাড় জুড়ে বৃক্ষরাজির নৈসর্গিক সৌন্দর্য, পার্ক, গলফ গ্রাউন্ডসহ নানান আয়োজন।

আরও পড়ুন: ভারতের যে ৫ স্থানে বেশি ভিড় করেন পর্যটকরা 

চলতে চলতে কখনো দেখা মিলবে লাল সবুজ ট্রেনের সঙ্গে। আরও আছে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত ‘সানসেট পয়েন্ট’, যার মাধ্যমে আপনি পাহাড়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন বঙ্গোপসাগরের সূর্যাস্ত।

jagonews24

ভাটিয়ারী পাহাড়ের মধ্যে আছে অপূর্ব সুন্দর এক লেক। যার পরিচ্ছন্ন সবুজাভ পানি আপনাকে করবে বিমোহিত। চাইলে একটু বোট রাইডও করে নিতে পারেন।

রাস্তার শেষ দিকে আছে পাহাড়ি প্রকৃতিকে সুসংবদ্ধ করে তৈরি করা আধুনিক ইকোপার্ক ‘ক্যাফে ২৪’। এতে রয়েছে কৃত্রিম ঝরনা, পাহাড়ি লেক, বোট রাইডের ব্যবস্থা, সেনাবাহিনীর ট্রেনিং অ্যাকটিভিটি, ছাঁটাই করা ঘাসের মসৃণ সবুজ মাঠে বসার জন্য পাতা বেঞ্চ, ট্রেন রাইড।

আরও পড়ুন: বিশ্বের একমাত্র দশ তারকা হোটেল 

তবে মসৃণ আর উঁচু-নিচু রাস্তা হওয়ায় আপনাকে সর্বোচ্চ নিরাপদে গাড়ি চালাতে হবে। না হলে যেকোনো মূহুর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। নিরাপত্তাজনিত কারণে হাটহাজারীর এ সড়কে রাত ৮টার পর সাধারণ মানুষের জন্য চলাচল নিষিদ্ধ।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/8-20240111131330.jpg

নিজেকে যদি প্রকৃতির মধ্যে বিলীন করে দিতে চান প্রিয় মানুষটির হাতে হাত রেখে চলতে চান, তবে আপনাকে অবশ্যই আসতে হবে সীতাকুণ্ড ভাটিয়ারী ক্যাফে ২৪ পার্কে।

আরও পড়ুন: মালদ্বীপ ভ্রমণে যা করা নিষিদ্ধ 

যাবেন কীভাবে?

দেশের যে কোনো স্থান থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি বাজারে নামতে হবে।

সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে পার্কের সামনে নামলেই টিকেট কেটে ভেতরে প্রবেশ করা যাবে। এছাড়া রিজার্ভ গাড়ি নিয়ে যে কোনো স্থান থেকে এখানে যাওয়া যাবে। পার্কের পাশে গাড়ির জন্য বিশাল পার্কিং আছে।

থাকা ও খাওয়া

পার্ক এলাকায় ভালো ও উন্নতমানের খাবারের রেষ্টুরেন্ট আছে। এছাড়া পার্ক থেকে মাত্র ৩০ মিনিটের পথ চট্টগ্রাম শহরে আছে খাবার ও থাকার হোটেল।

এমএমডি/জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।