ঘুরে আসুন বান্দরবান


প্রকাশিত: ০৮:২১ এএম, ০৪ এপ্রিল ২০১৬

ঘুরতে কার না মন চায়। সুযোগ পেলেই আমরা ঘুরে আসি। আমাদের সবুজ-শ্যামল এ দেশটি প্রাকৃতিক বৈশিষ্ট্যে এতই সমৃদ্ধ যে এক জীবনে ঘুরে শেষ করা যাবে না। তবু যতটুকু পারা যায় ক্ষতি কী? তাই এবার আমরা পাহাড়ি অঞ্চল বান্দরবানের যতগুলো ভ্রমণের জায়গা আছে তার সন্ধান দিচ্ছি। না গিয়ে থাকলে এবার ঘুরে আসতে পারেন।

কী কী দেখবেন
বান্দরবানে দেখার অনেক কিছুই রয়েছে। নৈসর্গিক দৃশ্যে ভরপুর সেসব স্থান মুহূর্তেই মন কেড়ে নেয় পর্যটকদের। রয়েছে থাকা-খাওয়ার ব্যবস্থাও। তাই জেনে নিন- কী দেখবেন, কোথায় থাকবেন এবং কী খাবেন।

নীলগিরি
Nilgiry2

বান্দরবান জেলা সদর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে লামা উপজেলার অংশে সমুদ্রপৃষ্ট থেকে ২২০০ ফুট উপরে নীলগিরির অবস্থান। যাকে বাংলাদেশের দার্জিলিং হিসাবে অবহিত করা যায়। যেখানে পাহাড় আর মেঘের মিতালি চলে দিনরাত। তবে যারা মেঘ ভালোবাসেন তারা জুন-জুলাইতে অর্থাৎ বর্ষাকালে ভ্রমণে গেলে বেশি মজা পাবেন।

স্বর্ণমন্দির
বর্তমানে স্বর্ণমন্দির উপাসনালয়টি বান্দরবান জেলার একটি অন্যতম পর্যটন স্পট হিসাবে পরিগণিত হচ্ছে। বান্দরবান শহর থেকে ৪ কিলোমিটার উত্তরে বালাঘাট এলাকায় পাহাড়ের চূঁড়ায় অবস্থিত। বান্দরবান ভ্রমণে আপনি এই জাদী বা স্বর্ণমন্দিরটি একবার স্বচক্ষে দেখে আসতে পারেন।

মেঘলা
Meghla

বান্দরবান জেলা শহরে প্রবেশের ৭ কিলোমিটার আগে মেঘলা পর্যটন এলাকাটি অবস্থিত। এটি উঁচু-নিচু পাহাড় বেষ্টিত একটি লেককে ঘিরে গড়ে উঠেছে। লেকের পানিতে রয়েছে হাঁসের প্যাডেল বোট, ডাঙ্গায় রয়েছে মিনি চিড়িয়াখানা। আর আকাশে ঝুলে আছে রোপওয়ে কার। মেঘলা পর্যটন স্পটের পাশেই রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বান্দরবান পর্যটন হোটেলটি।

শৈলপ্রপাত
শৈলপ্রপাত বান্দরবান শহর থেকে ৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে চিম্বুক বা নীলগিরি যাওয়ার পথে দেখা যাবে।

নীলাচল
Meghla

নীলাচল বান্দরবান শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে ১৭০০ ফুট উচ্চতায় অবস্থিত একটি পর্বতশীর্ষ। যেখান থেকে নীল আকাশ যেন তার নীল আঁচল বিছিয়ে দিয়েছে ভূমির সবুজ জমিনে।

মিলনছড়ি
মিলনছড়ি বান্দরবান শহর থেকে ৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শৈলপ্রপাত বা চিম্বুক যাওয়ার পথে পড়ে। এখানে একটি পুলিশ ফাঁড়ি আছে। এর পাশ দিয়ে বয়ে যায় সাঙ্গু নামক মোহনীয় নদীটি।

চিম্বুক
চিম্বুক বান্দরবানের অনেক পুরনো পর্যটন স্পট। বান্দরবান শহর থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিলনছড়ি এবং শৈলপ্রপাত ফেলে চিম্বুক যেতে হয়। এখানে পাহাড়ের চূঁড়ায় রেস্টুরেন্ট এবং একটি ওয়াচ টাওয়ার আছে।

সাঙ্গু নদী
Meghla

পূর্বের অতিউচ্চ পর্বতশীর্ষ থেকে সাঙ্গু নদী নেমে এসে বান্দরবান শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে। বান্দরবান শহরের পূর্বপাশে পাহাড়ি ঢালে বয়ে চলা সাঙ্গু নদী দেখতে দারুণ লাগে।

কীভাবে যাবেন
ঢাকা থেকে বান্দরবান যেতে ২-৩ টি রুট ব্যবহার করতে পারেন। ঢাকা থেকে ট্রেনে বা বাসে প্রথমে চট্টগ্রাম তারপর চট্টগ্রাম থেকে সোজা বান্দরবান।

হোটেল বুকিং ও অন্যান্য
নীলগিরি সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি পর্যটন স্পট। বর্তমানে নীলগিরির কটেজগুলো এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত সব বুকড করা আছে। আপনি ইচ্ছে করলে এর পরের জন্য বুকড করতে পারবেন। ভিআইপি নম্বর ০১৯২৫৮৮২৩৩৮ শুধু সেনাবাহিনী অফিসার ও উচ্চপদস্থ সরকারি কমকর্তার জন্য।

সাধারণ পর্যটকের জন্য
Bandarban

পেট্রো এভিয়েশন: ৬৯/২, লেভেল-৪, রোড-৭/এ, ধানমন্ডি, ঢাকা। ফোন: মনতোষ মজুমদার-০১৭৩০০৪৩৬০৩ এবং হাসান সাহেদ-০১৭৩০০৪৩৬০৩। রেশনের একটি হোটেল আছে মেঘলাতে। যার ভাড়া রুম প্রতি ৭৫০-২০০০ টাকা পর্যন্ত। ফোন: ০৩৬১-৬২৭৪১-৪২।

হোটেল ফোর স্টার: এটি বান্দরবান বাজারে অবস্থিত। রুম ভাড়া সিঙ্গেল- ৩০০ টাকা, ডাবল- ৬০০, এসি-১২০০ টাকা। ফোন: ০৩৬১-৬৩৫৬৬, ০১৮১৩২৭৮৭৩১, ০১৫৫৩৪২১০৮৯।

হোটেল থ্রী স্টার: এটি বান্দরবান বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত। নীলগিরির গাড়ি এই হোটেলের সামনে থেকে ছাড়া হয়। এটি ৮-১০ জন থাকতে পারে ৪ বেডের এমন একটি ফ্ল্যাট। প্রতি নন এসি ফ্ল্যাট- ২৫০০ টাকা, এসি- ৩০০০ টাকা। ফোন: থ্রী স্টার-০১৫৫৩৪২১০৮৯।

হোটেল প্লাজা বান্দরবান: এটি বাজারের কাছে অবস্থিত। রুম ভাড়া সিঙ্গেল- ৪০০ টাকা, ডাবল- ৮৫০, এসি-১২০০ টাকা। ফোন: ০৩৬১-৬৩২৫২।

গিরি মারমেট: ভাড়া ৭৫০০ টাকা। ৮-১০ জন থাকতে পারবেন।
মেঘদূত: ৬৫০০ টাকা। ৮-১০ জন থাকতে পারবেন।
নীলাঙ্গনা: ৫৫০০ টাকা। ৪-৬ জন থাকতে পারবেন ২ রুমে। দম্পতিদের জন্য এক রুম ২৭৫০ টাকা।

খাবার
এখানে সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার মিলে খরচ হবে দিনে ৫০০ টাকা জনপ্রতি। অবশ্যই কটেজ বুকিং দেয়ার সময় খাবারও বুকিং দিতে হবে। তা নাহলে কটেজে থাকতে হবে না খেয়েই।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।