ঢাকায় শুরু হচ্ছে দশম এশিয়ান ট্যুরিজম ফেয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

দশম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ও বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট সামিট-২০২৩ শুরু হচ্ছে রাজধানী ঢাকায়। আগামী ২১ থেকে ২৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজন করা হয়েছে মেলার।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল।

তিনি জানান, এই মেলার মাধ্যমে পর্যটকরা ভ্রমণ গন্তব্যসহ বিশেষ ভ্রমণ প্যাকেজের বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন। ভ্রমণের প্রতিটি দিক ভালোভাবে তুলে ধরা হবে এবারের মেলায়। ঢাকা, বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনামসহ একাধিক দেশের ১৫০টি পর্যটন সংস্থা অংশগ্রহণ করবে।

মহিউদ্দিন হেলাল বলেন, বিটুবি ব্যবসার পাশাপাশি পর্যটকদের জন্যও এখানে বিভিন্ন প্যাকেজ, ডিসকাউন্ট এবং অফার থাকবে। মুজিব’স বাংলাদেশ-এর আয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় টিকিটের প্রবেশমূল্য ৩০ টাকা, কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করলে ছাত্রছাত্রীদের কোনো প্রবেশমূল্য লাগবে না। তবে টিকিটের বিপরীতে সবার জন্য রয়েছে র্যাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কার।

মেলার উদ্বোধন করবেন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলি। এছাড়া বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, এক্সিকিউটিভ চেয়ারম্যান (সিনিয়র সেক্রেটারি), পর্যটন সচিব মোকাম্মেল হোসেন উপস্থিত থাকবেন।

আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), স্কিলস পার্টনার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, ইনোভেশন পার্টনার এটুআই, মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ব্যাংক পার্টনার ইস্টার্ণ ব্যাংক পিএলসি, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

এসএম/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।