পর্যটন দিবস উপলক্ষে সাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীতে সাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। সোমবার (২৬ সেস্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটন ভবনের সামনের রাস্তায় এই সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই শোভাযাত্রা আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট।

বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়ক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে সাইকেল শোভাযাত্রায় দেশের বিভিন্ন জেলার পাঁচ শতাধিক ট্যুরিস্ট সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। র‌্যালিটি আগারগাঁও পর্যটন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঘুরে পর্যটন ভবনে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এমএমএ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।