মানব আকৃতির বিস্ময়কর এক শহর

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২১ জানুয়ারি ২০২২

বিস্ময়কর এক শহর। পাখির চোখ দিয়ে দেখলে মনে হবে ঠিক যেন একটি মানুষ চিৎ হয়ে শুয়ে আছে। এ যেন প্রকৃতির এক রহস্য।

বলছি পাহাড়ে ঘেরা একটি ছোট শহরের কথা। ইতালির সিসিলির সেঞ্চুরিপ শহরটি এটিনা মাউন্ট পর্যন্ত বিস্তৃত। অত্যাশ্চর্য দৃশ্যের জন্য এটি ‘সিসিলির বারান্দা’ নামে পরিচিত।

সম্প্রতি পিও আন্দ্রেয়া পেরি নামক একজন ৩২ বছর বয়সী এক স্থানীয় ফটোগ্রাফার ড্রোন ব্যবহার করে আকাশ থেকে সেঞ্চুরিপ শহরের আকৃতি ক্যামেরাবন্দি করেছেন। সেই ছবি দেখেই সবাই তাজ্জব বনে গেছে!

jagonews24

যদিও গুগল আর্থে প্রথমবারে মতো নিজ শহরের আকৃতি দেখেন পিও। তবে তিনি পরীক্ষামূলকভাবে তা দেখার জন্য ড্রোন উড়িয়ে ছবি তোলার চেষ্টা চালান।

সেটি আকাশে উড়তেই মনিটরে পিও যে দৃশ্য দেখলেন, তা ছিলো সত্যিই অবাক করা। তিনি কয়েকটি ছবি তোলেন। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়তেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

ইতালীয় এই ফটোগ্রাফার গণমাধ্যমে বলেন, ‘পুরো বিশ্ব এই শহরের উদ্ভট আকৃতি দেখে হতবাক হয়েছে। অনেকে এটি সত্য বলে বিশ্বাস করেননি। তারা ভেবেছিল আমি ফটোশপের সাহায্যে এটি করেছি।’

‘তবে অনেকেই যখন গুগল আর্থে এই স্থানটি অনুসন্ধান করে, তখন তারা সত্যটি উপলব্ধি করতে পারে। পরে অনেকেই আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।’

সেঞ্চুরিপ শহরের এই ছবি পরবর্তীতে আন্তর্জাতিকভাবে সবার মনোযোগ কাড়ে। ওই শহরের মেয়র তরুণ এই শিল্পীর ছবিগুলো দেখাতে প্রদর্শনীর আয়োজন করেন ও পিওকে পুরষ্কারও দেন।

jagonews24

পিও বলে, ‘এই ছবিটি ক্যাপচার করা বেশ কঠিন ছিলো। ড্রোনের উচ্চতা সীমার কারণে আমাকে একাধিক শট ব্যবহার করতে হয়েছিল। এজন্য আমি পোস্ট-প্রোডাকশনে প্রায় ১৮টি শট ম্যানুয়ালি ওভারলেড করেছি। এই ছবি সম্পাদনা করতে ২ ঘণ্টারও বেশি সময় লেগেছে।’

সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতা প্রায় ২ হাজার ৪০০ ফুট। সেঞ্চুরিপ এনা প্রদেশের গ্রামাঞ্চলের পাশাপাশি প্রায় ৪০ মাইল দূরে বিখ্যাত মাউন্ট এটনার আশ্চর্যজনক দৃশ্য দেখা যায়। এ কারণে অনেক পর্যটকরাই ভিড় জমান এই শহরে।

সূত্র: অডিটি সেন্ট্রাল

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।