মুন হাউজ পার্কে একদিন


প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

কর্মময় ব্যস্ত জীবনে প্রত্যেক মানুষই চায় একটু প্রশান্তির ছোঁয়া। কখনো নিঃসঙ্গতার মাঝে একটু প্রশান্তি পেতে চাইলে চলে আসতে পারেন মুন হাউজ পার্কে। অত্যন্ত মনোরম, নিরাপদ ও সাজানো গোছানো রিসোর্ট এটি। তাই আর দেরি না করে মনস্থির করে বেরিয়ে পড়ুন একদিন।

moon-house-park
অবস্থান
ঢাকা শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে গাজীপুর জেলার হোতাপাড়া এলাকায় অবস্থিত মুন হাউজ পার্ক।

বৈশিষ্ট্য
মুন হাউজ পার্কে দুই রুমের একটি রিসোর্ট রয়েছে। রয়েছে খোলা মাঠ, সাজানো বাগান, শিশুদের জন্য খেলার জায়গা। এখানে গায়ে হলুদ, পারিবারিক পিকনিক, ভ্রমণ, হানিমুন, জন্মদিন ও শুটিংয়ের জন্য যে কেউ ভাড়া নিতে পারেন। এছাড়া খাওয়া-দাওয়াসহ রয়েছে বার-বি-কিউয়ের ব্যবস্থা।

moon-house-park
যেভাবে যেতে হবে
ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে হোতাপাড়া বাসস্ট্যান্ড থেকে মনিপুর বাজার হয়ে ৩ কিলোমিটার পশ্চিমে গেলেই পাবেন মুন হাউজ পার্ক।

moon-house-park
কোথায় থাকবেন
মুন হাউজ পার্কে থাকার জন্য রয়েছে চমৎকার একটি কটেজ।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।