নতুন রূপে কাশ্মীরের ডাল লেক

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২০ মে ২০১৯

নতুন করে সাজানো হচ্ছে কাশ্মীরের অন্যতম আকর্ষণ ডাল লেককে। এই লেকের চারপাশে ১৬টি ভিউ পয়েন্ট বা ঘাট তৈরি করা হচ্ছে।

এর ফলে ডাল লেকের সৌন্দর্য দেখতে পর্যটকদের আরও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

বিচ্ছিন্নতাবাদী শক্তির কারণে গত বছর একটা দীর্ঘ সময় উত্তপ্ত হয়েছিল কাশ্মীর। পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবেই কমেছিল পর্যটকের সংখ্যা।

এ বছর পর্যটক টানতে উপত্যকাকে আরও সুন্দর করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনে এই ১৬টি ভিউ পয়েন্ট তৈরি করা হবে বলে জানিয়েছেন কাশ্মীর পর্যটনের পরিচালক এন এ ওয়ানি।

গত মাসে কাশ্মীরের চার চিনারির আকর্ষণ বাড়াতে এই দ্বীপে আরও দুটি চিনার গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।