তাজমহলে প্রবেশে লাগবে ১৩শ রুপি

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮

ভারতে পর্যটনের অন্যতম আকর্ষণ তাজমহলের প্রবেশ মূল্য বাড়ানো হয়েছে। পর্যটকদের ভিড় কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির পর্যটন বিভাগ।

আগে মাত্র ৫০ রুপিতে ভারতীয় পর্যটকরা তাজমহল ঘুরে দেখার সুযোগ পেতো। এখন ৫০ রুপির টিকিটে শুধু তাজমহলের চারপাশ ও যমুনা নদী তীর ঘুরে দেখা যাবে। আর তাজমহলের মূল সমাধিতে প্রবেশে করতে লাগবে ২৫০ রুপির টিকিট।

এছাড়া বিদেশি পর্যটকদের তাজমহলে প্রবেশে ও সমাধি দেখতে লাগবে এক হাজার ৩০০ রুপির টিকিট। তবে বাংলাদেশসহ সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য ৭৪০ রুপির টিকিট প্রযোজ্য হবে। যা আগে ছিল ৫৪০ রুপি।

গত সোমবার থেকে তাজমহলের নতুন এ দর্শন ফি কার্যকর করা হয়েছে।

১৯৮৩ সালে তাজমহলকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। তখন একে ‘ভারতের মুসলিম শিল্পের মুকুট এবং বিশ্বব্যাপি সমাদৃত বিশ্ব ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠকীর্তি’ হিসেবে অভিহিত করা হয়।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।