রাজধানীর কাছেই ফ্যান্টাসি আইল্যান্ড

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৭

ব্যস্ত নগরীর কোলাহল ছেড়ে ঘুরে আসুন মনোরম পরিবেশ থেকে। রাজধানীর কাছেই রয়েছে এমন সুযোগ। সময় পেলে ঘুরে আসতে পারেন একদিনের জন্য।

অবস্থান
রাজধানীর উত্তরায় ১৫ নম্বর সেক্টরে খালপাড়ের দিয়াবাড়িতে অবস্থিত ‘ফ্যান্টাসি আইল্যান্ড’।

fantasy

বৈশিষ্ট্য
এখানে ছোট-বড় সবার জন্য ১৮টি রাইডের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে রয়েছে- ‘বে পাইরেট শিপ’, ‘বাম্পার কার’, ‘বাম্পার বোট’, ‘স্কাই ফল’, ‘অক্টোপাস’, ‘প্যারাট্রুপার’, ‘সেলফ কন্ট্রোল প্লেন’, ‘এনিমেল কিডি রাইড‘, ‘চিলড্রেন ট্রেন’, ‘জাম্পিং ফ্যান্টাসি’, ‘লেডি বাগ’, ‘টু হুইলার স্কুটি’, ‘মিনি কার’, ‘ম্যারি গো রাউন্ড’ ইত্যাদি।

fantasy

খরচাপাতি
ফ্যান্টাসি আইল্যান্ডে প্রবেশমূল্য ২০০ টাকা। প্রতিটি রাইডে চড়তে খরচ হবে ৩০-১০০ টাকা। তবে বয়স্ক, প্রতিবন্ধী ও ২ বছরের নিচের শিশুর জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে।

fantasy

খাবার
পার্কে কোমল পানীয়সহ বিভিন্ন স্বাদের স্ন্যাক্স খাওয়ার ব্যবস্থা রয়েছে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।