ঢাকার কাছেই তামান্না ওয়ার্ল্ড

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৭

ঢাকার কাছেই গড়ে উঠেছে অনেক বিনোদনকেন্দ্র। তারমধ্যে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক বিশেষভাবে উল্লেখযোগ্য। নগরবাসীর ভ্রমণ চাহিদা মেটাতে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা এ পার্ক ভ্রমণপিপাসুর তৃষ্ণা মেটায়।

tamanna

অবস্থান
ঢাকার শাহ আলী মাজার থেকে বেশ কিছুদূরে মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ সড়কের গড়ান চটবাড়ী এলাকায় গড়ে উঠেছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক।

tamanna

যাত্রা শুরু
পার্কটি প্রায় এক দশক আগে যাত্রা শুরু করলেও তখন খুব কম পরিসরে এর কার্যক্রম শুরু হয়। তবে বর্তমানে পার্কটি পরিসর বৃদ্ধি করেছে কয়েকগুণ।

বৈশিষ্ট্য
এই ফ্যামিলি পার্কে ওয়ান্ডার হুইল, হানিসুইং, বৈদ্যুতিক মিনি ট্রেন, সোয়ান অ্যাডভেঞ্চার, সুইমিংপুল, টুইস্টারম, প্যারাট্রুপার, রোলার কোস্টার, নার্সারি, প্যাডেল বোট ও কিডস রাইড ইত্যাদি রয়েছে।

tamanna-in

সুবিধা
এখানে পিকনিক বা জন্মদিনসহ যেকোন অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। দর্শনার্থীদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রয়েছে।

প্যাকেজ
পার্কের প্রবেশমূল্য জনপ্রতি ৫০ টাকা। প্রতিটি রাইডের মূল্য জনপ্রতি ৪০-৬০ টাকা। এছাড়া পার্কে প্রবেশ, আটটি রাইড, নাশতাসহ জনপ্রতি ৩০০ টাকার একটি প্যাকেজ আছে।

tamanna-in

যেভাবে যাবেন
মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড কিংবা মাজার রোড নেমে রিকশায় তামান্না পার্কে যাওয়া যায়।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।