ছায়াঘেরা ভাওয়াল রিসোর্ট


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২০ মে ২০১৭

হাতে সময় কম, ঢাকার বাইরে যাওয়ার সুযোগ নেই- এমন পরিস্থিতিতে রিসোর্টই একমাত্র ভরসা। বর্তমানে অল্পতে বেশি আনন্দ উপভোগের উপযুক্ত স্থান রিসোর্টগুলো। প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা নীরব এবং ছায়াঘেরা রিসোর্টগুলো আপনাকে নিয়ে যায় প্রকৃতির সান্নিধ্যে। তেমনই এক রিসোর্ট হচ্ছে গাজীপুরের ভাওয়াল রিসোর্ট।

Bhawal

অবস্থান
রিসোর্টটি গাজীপুর জেলার মির্জাপুর ইউনিয়নের নলজানি গ্রামে অবস্থিত। এটি প্রায় ৬৫ একর জমির উপর প্রতিষ্ঠা করা হয়েছে।

Bhawal

বৈশিষ্ট্য
রিসোর্টে ৫টি জোন ও ৬১টি কটেজ রয়েছে। এখানে ঘুরাঘুরিসহ সুইমিং পুল ও স্পা সুবিধা পাওয়া পায়। চাইলে হানিমুন, ফ্যামিলি ট্যুরসহ বিয়ে, কনফারেন্স, সেমিনার করতে পারবেন। এখানকার পরিবেশ অনেক পরিষ্কার ও পরিছন্ন।

bhawal

নিরাপত্তা
অতিথিদের নিরাপত্তার জন্য রয়েছে ৪৫ জন আনসার। রিসোর্টের সার্বিক দেখাশোনার জন্য রয়েছ ১৫০ জন কর্মকর্তা- কর্মচারী।

Bhawal

ছুটি
রিসোর্টের সাপ্তাহিক ছুটির দিনগুলো হলো বৃহস্পতি, শুক্র ও শনিবার।

Bhawal

যেভাবে যাবেন
ঢাকা থেকে গাজীপুরগামী যেকোনো বাসে যেতে পারেন। গাজীপুর নেমে সেখান থেকে মির্জাপুর ইউনিয়নের নলজানি গ্রামে গেলেই পেয়ে যাবেন। তবে কেউ চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়েও যেতে পারেন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।