ট্রাভেল মার্টে অ্যামাজিং ট্যুরসে ব্যাপক সাড়া


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ৩১ মার্চ ২০১৭

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘ঢাকা ট্রাভেল মার্টে’ ব্যাপক সাড়া মিলেছে অ্যামাজিং ট্যুরসের ‘কম খরচে বেশি ট্যুর’ প্যাকেজে। দেশে-বিদেশে ভ্রমণের জন্যে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। 

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পর্যটন মেলায় ভিড় ছিলো চোখে পড়ার মতো। মেলায় বিভিন্ন স্টল ঘুরে পছন্দের প্যাকেজটি লুফে নিতেও দেখা গেছে অনেককে।

তবে মেলা উপলক্ষে মাত্র ৫৫ হাজার ৫০০ টাকায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ৫ দিন এবং ৩৯ হাজার ৫০০ টাকায় থাইল্যান্ডের ব্যাংকক-পাতায়ায় পাঁচদিন ভ্রমণের প্যাকেজ দিচ্ছে অ্যামাজিং ট্যুরস। মেলায় বেশ সাড়া জাগিয়েছে এ প্যাকেজটি।

প্যাকেজের আওতায় রয়েছে-রিটার্ন প্লেন টিকিট, তিন তারকা হোটেলে সকালের নাস্তাসহ ডাবল বেডের রুম, আকর্ষণীয় সাইট সিনের সময় দুপুরের খাবারসহ নানা সুবিধা।
অ্যামাজিং ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ভ্রমণ ব্যবসায় অনেকদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমন সাশ্রয়ী অফার দেয়া হয়েছে।এ অফারে ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে।

তিনি জানান, মেলা উপলক্ষে এক সঙ্গে ১৩টি দেশ ভ্রমণে ছাড় দিচ্ছেন তারা। শুক্রবার এসব প্যাকেজ দেখে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করেছেন এবং বুকিং দিয়েছেন। তবে সিঙ্গেলের চাইতে কাপল (দম্পতি) বুকিং বেশি দিচ্ছে বলে জানান তিনি।

জাগো নিউজের সঙ্গে আলাপকালে তিনি জানান, ব্যাংকক-পাতায়া ৫ দিনের ট্যুরের জন্যে শুক্রবার ৪০টিরও বেশি বুকিং দিয়েছেন দেশীয় পর্যটকরা।

‘ব্যংকক-পাতায়া ট্যুরে খরচ নির্ধারণের সময় আমরা লাভের চাইতে কম খরচে সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণের বিষয়টিকে বিবেচনায় রেখে প্যাকেজ করেছি।’ মেলা চলাকালে বিভিন্ন প্যাকেজে আগের রেটের তুলনায় ১৫ থেকে ২০ শতাশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে বলে জানা গেছে।

মেলায় আসা আলমগীর হোসেন বলেন, বিভিন্ন কোম্পানির অফার দেখে মনে হচ্ছে অ্যামাজিং ট্যুরসের অফারই সাশ্রয়ী।

উল্লেখ্য, পর্যটন বিষয়ক ইংরেজি পাক্ষিক ‘দ্য বাংলাদেশ মনিটর’ আয়োজিত তিনদিনব্যাপী ‘ঢাকা ট্রাভেল মার্ট’ বৃহস্পতিবার শুরু হয়। যা শনিবার পর্যন্ত চলবে।

আরএম/এমএমএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।