শহরের বুকে যেন একটি গ্রাম


প্রকাশিত: ১১:২২ এএম, ১২ জানুয়ারি ২০১৭

শহরের কর্মময় জীবনের ব্যস্ততার ফাঁকে পড়ন্ত বিকেলের নির্মল বাতাসে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে? সঙ্গে যদি হয় নৌকা ভ্রমণ আর ঘোরার পিঠে বিচরণ! তবে তো কথাই নেই। আর এর জন্য খুব দূরেও যেতে হয় না। ঢাকায় যারা বাস করেন; তাদের শহরের বুকে যেন একটি হাতছানি দিয়ে ডাকছে।

অবস্থান
dia
রাজধানীর উত্তরা থানার ১৫ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ি। দিয়াবাড়ির আশপাশে কাশবন ও লেক অবস্থিত। রয়েছে লেকের উপর ব্রিজ।

বৈশিষ্ট্য
dia
নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত একটি স্থান দিয়াবাড়ি। এখানে পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে বেড়াবার জন্য চমৎকার জায়গা। তবে শরতের কাঁশফুল দিয়াবাড়ির সবচেয়ে বড় আকর্ষণ। যদিও বছরের অন্য সময়ে আপনি কাঁশফুলের সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত হবেন।

খাবার
dia
দিয়াবাড়িতে খাবারের ব্যবস্থা খুব ভালো। আশেপাশে অনেক দোকান পাবেন। চটপটি-ফুচকায় একটি বিকেল বেশ কাটিয়ে দেয়া যায়।

কীভাবে যাবেন
dia
উত্তরা, গাজীপুর বা টঙ্গিগামী যেকোনো বাসে উত্তরা হাউস বিল্ডিং যাবেন। বাস থেকে নেমে রিকশা নিয়ে দিয়াবাড়ি লেক চলে যান। আপনি চাইলে লেগুনা দিয়েও যেতে পারেন। লেগুনা আপনাকে নামিয়ে দিবে একেবারে দিয়াবাড়ি বটতলায়। এছাড়া মিরপুর বেড়িবাঁধ হয়ে যেতে পারেন দিয়াবাড়ি।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।