এক্সপার্ট ট্যুরের সঙ্গে ঘুরে আসুন সুন্দরবন


প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৩ আগস্ট ২০১৬

এখন শরৎকাল। আকাশে সারি সারি সাদা মেঘের ভেলা। এমন সময় রূপসী বাংলা যেন আরও মোহনীয় হয়ে উঠেছে। ভ্রমণপিপাসুরা বেরিয়ে পড়তে পারেন দেশ-বিদেশ ভ্রমণে। ভ্রমণ পিপাসুদের জন্য অত্যন্ত আকর্ষণের জায়গা সুন্দরবন। যারা সুন্দরবন ঘুরে দেখতে চান তারা ২৫ থেকে ২৭ আগস্ট জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটি, ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর ঈদের ছুটি অথবা ১৩ থেকে ১৫ নভেম্বর রাস উৎসবের ছুটির সময়টাকে বেছে নিতে পারেন। এক্সপার্ট ট্যুর দিচ্ছে ৮ থেকে ২০ জনের গ্রুপের এক্সক্লুসিভ সুন্দরবন ট্যুর প্যাকেজ মাত্র ৮ হাজার ৫০০ টাকা প্রতি জন।

প্যাকেজে থাকছে কচিখালী, কটকা বন্যপ্রানী অভয়ারণ্য, জামতলা বীচ, হারবারিয়া, ও করমজল ভ্রমণ। এছাড়া অন্যান্য যা থাকছে-
* মংলা বাস স্টপ বা বোট ঘাট হতে পিক-আপ এবং ড্রপ-অফ সার্ভিস।
* মানসম্পন্ন, আরামদায়ক বিলাস বহুল নিজস্ব বোটে রাত্রি যাপন।
* নিজস্ব অভিজ্ঞ বাবুর্চির তত্ত্বাবধানে উন্নত মানের সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং রাতের খাবার।
* আনলিমিটেড চা/কফি।
* শেষ দিনে বারবিকিউ পার্টি।
* আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে Xpert Tours এর নিজস্ব ব্যবস্থাপনাধীন এবং প্রশিক্ষণ প্রাপ্ত উপযুক্ত দক্ষ ক্যাপ্টেন এবং ক্রু।
* ভ্রমণ কালীন নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক সশস্ত্র নিরাপত্তা কর্মী।
* প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা পেতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট এবং বয়া।
* সুন্দরবনের ভিতর ঢুকার অনুমতি এবং প্রতিটি সাইটের প্রবেশ টিকিট।
* ভ্রমণ কালীন সময়ে অতিথিদের সাথে Xpert Tours এর নিজস্ব ব্যবস্থাপনাধীন এবং প্রশিক্ষণ প্রাপ্ত সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড।
* জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম।

এছাড়াও বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, শ্রীমঙ্গল, খুলনা, রাজশাহী, মৌলভীবাজার, সুনামগঞ্জ হাওরে নৌভ্রমণ অথবা দেশের যে কোনো স্থানের নিজের পছন্দমতো প্যাকেজ ডিজাইন বা যে কোনো ধরনের ট্যুর অর্গানাইজ, গাইডভাড়া, গাড়িভাড়া, হোটেল বুকিংসহ ট্যুরকেন্দ্রিক যে কোনো ব্যাপারে আপনার বিশ্বস্ত সহযোগী এক্সপার্ট ট্যুর। আপনি চাইলে দেশের যেকোন প্রান্ত থেকে বিকাশের মার্চেন্ট একাউন্ট বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন। যোগাযোগ : এক্সপার্ট ট্যুরস, বড়বাজার, আম্বরখানা, সিলেট। ফেসবুক পেইজ : www.fb.com/xperttoursltd, ফোন : ০৮২১৭২৮৭৯৩, ০১৭০৬৮৯৯৬৩২

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।