ঈদের ছুটিতে বিদেশ ভ্রমণ

সালাহ উদ্দিন মাহমুদ
সালাহ উদ্দিন মাহমুদ সালাহ উদ্দিন মাহমুদ , লেখক ও সাংবাদিক
প্রকাশিত: ০৬:১০ এএম, ০৭ জুন ২০১৬

ঈদ মানে আনন্দ। সাথে সাথে ঈদ ভ্রমণেরও একটি অনুষঙ্গ। ভ্রমণ আর আনন্দকে উপভোগ করতে একসময় ঈদের ছুটিতে কেবল গ্রামের বাড়ি বা আত্মীয়-স্বজনের বাড়ি বেড়াতে যাওয়ার কথা ভাবা হতো। কিন্তু এখন সময় বদলেছে। ঈদের ছুটিতে মানুষ এখন পাড়ি জমায় বিদেশে। এতে ঈদ আনন্দ ও বিদেশ ভ্রমণ একই সঙ্গে উপভোগ করা হয়ে যায়। তাই অনেকেই পরিবার-পরিজন নিয়ে দেশের বাইরের পর্যটন স্পটগুলোতে ভিড় করেন।

তবে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিরা নেপাল, ভূটান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। আর এসব দেশে সাধারণত মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত পরিবারগুলো বেশি যায়। আর আমাদের দেশের উচ্চবিত্তদের আগ্রহ অবশ্য ইউরোপের দেশগুলোর দিকে।

Malaysia

সে যাই হোক, মূল কথা হচ্ছে- ঈদের ছুটিতে বিদেশে ভ্রমণে যেতে হলে অবশ্যই পূর্বপ্রস্তুতি নিতে হবে। জেনে নিতে হবে কোন দেশে গেলে কত খরচ হতে পারে। এছাড়া কখন ভ্রমণের নির্ধারিত সময়। তাই ভ্রমণপিপাসু বাঙালির জন্য নিম্নে কিছু তথ্য উপস্থাপন করা হলো-

সময়সূচি
বিভিন্ন এজেন্সির ঘোষিত প্যাকেজ অনুযায়ী ভ্রমণের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ০১ জুলাই ২০১৬ থেকে ০৭ জুলাই ২০১৬ পর্যন্ত। তবে ঈদ বা ঈদের ছুটির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তন হতে পারে।

Himaloy

প্যাকেজে যা থাকবে
ভ্রমণসংক্রান্ত এজেন্সিগুলো তাদের ভ্রমণ প্যাকেজের সাথে রিটার্ন এয়ার টিকিট, সকল ট্রান্সফার, সকালের নাস্তাসহ হোটেলে থাকার ব্যবস্থা, দুপুর ও রাতের খাবার ও দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ দিয়ে থাকে।

Rajsthan

ভ্রমণের প্যাকেজ মূল্য
* মালয়েশিয়া-সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া-থাইল্যান্ড (৭ রাত/৮ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৭০ হাজার টাকা।
* মালয়েশিয়া-সিঙ্গাপুর-থাইল্যান্ড (৬ রাত/৭ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৬০ হাজার টাকা।
* মালয়েশিয়া-সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া (৬ রাত/৭ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৬৫ হাজার টাকা।
* মালয়েশিয়া-সিঙ্গাপুর (৪ রাত/৫ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৫০ হাজার টাকা।
* মালয়েশিয়া-ইন্দোনেশিয়া (৪ রাত/৫ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৬০ হাজার টাকা।
* কুয়ালালামপুর ও গেনটিং হাইল্যান্ড (৩ রাত/৪ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৩৫ হাজার টাকা।
* কুয়ালালামপুর ও লঙ্কাউই/পেনাং (৪ রাত/৫ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৫৫ হাজার টাকা।
* কুয়ালালামপুর, লঙ্কাউই ও পেনাং (৬ রাত/৭ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৭০ হাজার টাকা।
* ব্যাংকক ও পাতায়া (৪ রাত/৫ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৩৮ হাজার টাকা।
* ব্যাংকক ও ফুকেট (৪ রাত/৫ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৫৫ হাজার টাকা।
* ব্যাংকক, পাতায়া ও ফুকেট (৬ রাত/৭ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৬৫ হাজার টাকা।
* ইন্দোনেশিয়ার বালি (৩ রাত/৪ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৫৫ হাজার টাকা।
* মালদ্বীপ-শ্রীলঙ্কা (৪ রাত/৫ দিন) আলাদা ৪টি প্যাকেজের প্রারম্ভিক মূল্য যথাক্রমে ৫৯ হাজার- ৮০ হাজার- ৮৫ হাজার- ১ লাখ টাকা।
* মালদ্বীপ (৩ রাত/৪ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৪৯ হাজার টাকা।
* শ্রীলঙ্কা (৩ রাত/৪ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৪৮ হাজার টাকা।
* কাঠমান্ডু-পোখারা (৪ রাত/৫ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৩৫ হাজার টাকা।
* কাঠমান্ডু-পোখারা-নাগরকোট (৫ রাত/৬ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৪০ হাজার টাকা।
* থিম্পু ও পারো (৩ রাত/৪ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৩৫ হাজার টাকা।
* নেপাল ও ভুটান (৪ রাত/৫ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৫৫ হাজার টাকা।
* দিল্লী-আগ্রা-জয়পুর-আজমীর : সড়কপথে (১০ রাত/১১ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৩৫ হাজার টাকা।
* জম্মু ও কাশ্মীর : সড়কপথে (১০ রাত/১১ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৪০ হাজার টাকা।
* সিমলা ও মানালী : সড়কপথে (১০ রাত/১১ দিন) প্যাকেজের প্রারম্ভিক মূল্য হতে পারে ৪০ হাজার টাকা।

Malaysia

তবে কথা হচ্ছে, যেহেতু এয়ার টিকিটের মূল্য প্রতিনিয়ত বাড়তে থাকে। তাই প্যাকেজের মূল্যও বাড়তে থাকবে। তাছাড়া বিমানের টিকিটও দ্রুত শেষ হয়ে যায়। তাই যারা যেতে আগ্রহী; তারা শিগগিরই বুকিং নিশ্চিত করতে পারেন।

এজেন্সিসমূহ
বুকিংয়ের জন্য প্রমিনেন্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, রিজেন্ট হলিডেজ, এয়ারহোম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এশিয়ান হলিডেজ, রেইনবো হলিডেজ প্রভৃতির সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।