যেসব জায়গায় ঘুরতে যাবেন ঈদের ছুটিতে

ছুটি পেলেই ভ্রমণপিপাসুরা বেরিয়ে পড়েন ট্রাভেল ব্যাগ নিয়ে। শুধু ভ্রমণপিপাসুরা নয়, অনেকেই ঘুরতে যান পরিবার নিয়ে। বিশেষ করে সরকারি ছুটিগুলোতে দেশের বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে ভিড় জমতে থাকে। এবার এর ব্যতিক্রম হবে না। ঈদের লম্বা ছুটিতে ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ কেউই হাত ছাড়া করতে চান না।
ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও অনেকেই ঠিক করতে পারেন না কোথায় যাবেন? তাদের জন্য গুরুত্বপূর্ণ এই আর্টিক্যালটি। এই সুযোগে ঘুরতে যেতে পারেন দেশের ঐতিহাসিক সব স্থানগুলোতে। লম্বা এই ছুটিতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ির মতো বৈচিত্র্যময় সব জায়গাগুলো ঘুরে আসতে পারেন।
চট্টগ্রাম
এক সঙ্গে পাহাড়, সমুদ্র, হ্রদ ও বন দেখতে চাইলে ঈদের এই লম্বা ছুটিতে আপনি ঘুরে আসতে পারেন বন্দর নগরী চট্টগ্রামে। এখানে আছে পতেঙ্গা সৈকত, ফয়েজ লেক, ওয়ার সিমেট্রি, সীতাকুণ্ড ইকোপার্ক, ভাটিয়ারী, মিরসরাই মহামায়া লেক ও কালুর ঘাট মিনি বাংলাদেশ।
কক্সবাজার
অনেকেই সমুদ্র ভালোবাসেন। তারা যেতে পারেন কক্সবাজার সমুদ্রসৈকতে। একই সঙ্গে দেখে আসতে পারবেন হিমছড়ি, কুতুবদিয়া, ইনানি, রামু, মহেশখালীর মতো জায়গা।
বান্দরবান
পাহাড়িকন্যা বান্দরবানে রয়েছে স্বর্ণমন্দির, নীলগিরি, মেঘলা, শৈল প্রপাতের মতো অনেক দর্শনীয় স্থান। প্রশান্তির জন্য পরিবার নিয়ে ঈদের ছুটি কাটাতে যেতে পারেন বান্দরবানে।
খাগড়াছড়ি
খাগড়াছড়িতে রয়েছে আলুটিলা গুহা ও ঝর্না, রিছাং ঝর্না, পানছড়ি অরণ্য কুঠির, চা-বাগান, মানিকছড়ি মং রাজবাড়ি ও রামগড় লেক।
রাঙামাটি
রাঙামাটি অনেকেরই পছন্দের জায়গা। এই জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে আছে কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, বৌদ্ধবিহার ঝর্ণা, সাজেক ভ্যালি, কাপ্তাই বাধ, পেদা টিং টিং রেস্তোরাঁ।
জেএস/জিকেএস