২০২৪ সালে বিদেশি যেসব গন্তব্য বেশি খুঁজেছেন ভ্রমণপ্রেমীরা
ঘুরতে যেতে কমবেশি সবাই ভালোবাসেন। তবে কর্মব্যস্ততার খাতিরে নিয়মিত ভ্রমণে না গেলেও অনেকে আছেন, যারা সময় পেলেই এখন ব্যাকপ্যাক গুছিয়ে বেরিয়ে পড়েন দেশ-বিদেশে। তবে ভ্রমণের আগে নির্দিষ্ট স্থান সম্পর্কে কমবেশি ধারণা নেওয়া সবারই জরুরি। না হলে ঘুরতে গিয়ে পড়তে পারেন বিপদেও।
ঠিক একই ভাবে বর্তমানে কোথাও যেতে ইচ্ছে হলে, আগে গুগলে সার্চ করেন কমবেশি সবাই। গুগল সম্প্রতি বিভিন্ন বিভাগে সারা বিশ্বে সার্চ করা সেরা ১০ বিষয়ের একটি তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে বেশি সার্চ করা ভ্রমণ গন্তব্যের তালিকাও উঠে এসেছে-
মালয়েশিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বর্ধনশীল অর্থনীতির দেশ মালয়েশিয়া। সেখার সৌন্দর্য সবসময়ই সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। দেশি-বিদেশি পর্যটকরা বিশেষ করে কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টাওয়ার, ল্যাংকাউইয়ের চমৎকার সমুদ্র সৈকত ও মালয়েশিয়ার বৈচিত্র্যময় সাংস্কৃতিক টেপেস্ট্রি পছন্দ করে।
আরও পড়ুন
কাজাখস্তান
কাজাখস্তান বিশ্বের দুটি মাত্র ল্যান্ডলকড দেশগুলোর মধ্যে একটি। বর্তমানে বিদেশি গন্তব্যের তালিকায় কাজাখস্তানও পর্যটকদের আকর্ষণ বাড়াচ্ছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে। যে কারণে সাম্প্রতিক সময়ে এখানে পর্যটকদের আগ্রহ অনেক বেড়েছে।
জর্জিয়া
মিশ্র সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব দেশ হলো জর্জিয়া। পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার সীমানায় এটি অবস্থিত। এর একপাশে ককেশাস পর্বতমালা ও অন্যপাশে কৃষ্ণসাগর।
রোমান, আরব, তুর্কি, পার্সিসহ বিভিন্ন সংস্কৃতির চিহ্ন আছে শহরটিতে। দেশটি তার সৌন্দর্য, স্থাপত্য ও ওয়াইন সংস্কৃতির জন্য পরিচিত। এ কারণেই ২০২৪ সালে সবচেয়ে বেশি সার্চ করা গন্তব্যের তালিকায় জর্জিয়াও আছে।
জেএমএস/এমএস