শীতে ঘুরতে যাওয়ার সময় কেমন পোশাক পরবেন?

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪
শীতে ভ্রমণে পোশাক বেশি নিতে হয়

শীতকালে ভ্রমণে যাওয়ার মজাই আলাদা। তবে এ সময় পোশাকও বেশি নিতে হয়। ভ্রমণস্থলের আবহাওয়া বিবেচনা করে শীতের পোশাক নিতে হয়। এর জন্য আগেই খোঁজ-খবর নেওয়া জরুরি। এবার তবে জেনে নিন শীতে ভ্রমণ করলে কেমন পোশাক পরবেন-

১. শীতকালে গাঢ় রঙের মোটা ফ্যাব্রিকসের তৈরি কাপড় পরুন।
২. ঠান্ডা থেকে বাঁচতে মাফলার, মোজা, গ্লাভস পরতে পারেন।
৩. পাহাড় বা বনাঞ্চলে ভ্রমণের সময় অবশ্যই উজ্জ্বল রঙের জামা পরা ঠিক নয়।
৪. প্রচুর হাঁটতে হবে এমন ট্যুরে সাদা রঙের জামাই ভালো।

আরও পড়ুন

৫. রোদ থেকে বাঁচতে কাপড়ের টুপি, ক্যাপ ও রোদচশমা ব্যবহার করুন।
৬. ভ্রমণের সময় ঢিলেঢালা পোশাক পরিধান করা ভালো।
৭. ভ্রমণের পোশাক এমন হতে হবে, যেন দ্রুত পানি শুকিয়ে যায়।
৮. ভ্রমণের স্থান, পরিবেশ এবং সংস্কৃতি মাথায় রেখে পোশাক নির্বাচন করুন।
৯. শিশুদের পোশাক, জুতা আলাদা ব্যাগে নিতে পারেন।
১০. আরামদায়ক কেডস হলে ভালো, হিল জুতা ব্যবহার করবেন না।
১১. যদি নদী, ঝরনা বা সাগরে যান, তবে গোসলের বাড়তি পোশাক নেবেন।

জেএমএস/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।