তাল-তলার রৌদ্দুরে

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০২:০৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৪

সানজিদা জান্নাত পিংকি

শীত! কতটুকু শীতল অথবা রুক্ষ, প্রিয় ঋতু এসব সাতপাঁচ ভাবতে ভাবতেই দক্ষিণা প্রান্তর চিড়ে দমকা শীতল হৃদস্পর্শী পবন বয়ে যায়। বাতাসে ভেসে আসে সরিষা ফুলের সুঘ্রাণ, ক্লান্ত মানস জেগে ওঠে একটুখানি সুখের সন্ধানে।

ধুলো ওড়ানো আধশহুরে বন্ধুর পথ পেরিয়েই মূল ফটক। পৌষ ছাড়িয়ে মাঘের সন্যাসীর বেশে কুয়াশা সিক্ত মলিন চাঁদরে গুঁটিগুঁটি পায়ে মহিয়সীদের আশীর্বাদ নিয়ে মূল ফটক পার করেই সামনে, নিষ্ফলা রুক্ষ ইটের রাস্তা।

পাশে ঠাঁই দাঁড়িয়ে এক পায়ে তাল গাছ, অপর পাশে ছাতার মত ছায়া বেষ্টিত বাদাম তলা। ঝরে পড়া লাল পাতা উজাড় করে যেন জন্মান্তর কারো অপেক্ষায়।

শুনেছি তালগাছ বহুকাল ধরে একটু একটু করে বেড়ে ওঠে। বোধ করি, ৩২ একরের প্রাচীন বাসিন্দা তারাই। অন্তত বুক চিতিয়ে দাঁড়িয়ে সেই আধিপত্যেরই জানান দিয়ে যাচ্ছে গাছগুলো।

jagonews24

শীত এলেই সাভারের এই বিদ্যাপিঠ তথা গণ বিশ্ববিদ্যালয়জুড়ে এক অদ্ভুত চিত্র ভেসে ওঠে। মৌসুমি ফুলের বাহারে রঙিন হয়ে ওঠা ক্যাম্পাস যেন শিশুর উৎফুল্ল হাত নেড়ে বারবার বলছে আয় আয়। শিক্ষার্থীরাই কম যায় কিসে!

ক্লাসের ফাঁকে ফাঁকে দল বেঁধে এসে জড় হচ্ছেন তাল তলায়। পাম জাতীয় গাছের মাঝে নিজের বিশালতার ইঙ্গিত দিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে তাল গাছ। রসিকদল নাম দিয়ে ফেললেন তাল তলা।

আরও পড়ুন

যেখানে বিয়ের পরে মেয়েরা নয়, ছেলেরা যায় শ্বশুরবাড়ি

দর্শনীয় এই গ্রামে সেলফি তুলতেও লাগে টাকা

সমস্ত দেশে শীতের প্রকোপ এক রকম, জনাকীর্ণ ঢাকা শহরে শীত শুধুই মাত্র ‘কম উষ্ণ’ কোনো মৌসুম। তবে রাজধানীর নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শীতকে আরও শীতার্ত আভা দিয়েছে সাভারের অদূরে, বংশী নদীর তীরের এই এলাকা।

তাই তো সূর্য্যি মামার সামান্য দেখা পেতেই ক্লাসের ফাঁকে দল বেধে তাল তলার আড্ডায় মত্ত হন রসিকজন। তুমুল আড্ডা, কখনো থমথমে পরিবেশ আবার হুট করে হো হো শব্দে হাসির রোল।

jagonews24

আবার এক পাশে আড্ডা এড়িয়ে লেকচার শিট নিয়ে চলছে মেধা যাচাই। একপাশে সমসাময়িক বিষয় নিয়ে গঠনমূলক সমালোচনা, তো আরেকপাশে গানের পসরা নিয়ে বসে আরেক দল।

বেলা বাড়তেই সূর্যের কিরণ গাঢ় হতে শুরু করে। কমলারাঙা স্ফটিক বেলায় দেখা যায় আরেক নতুন দল। এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আবছায়া পরিবেশে দাঁড়িয়ে কিংবা বসে চালিয়ে যান তাদের বাকি আলাপ।

বিস্তীর্ণ এই ক্যাম্পাসের এই তালতলা ঘিরেই যেন এক অন্য জনপদ। শুনেছি বাঙালীর প্রাণ নাকি আড্ডার মাঝেই নিবন্ধ। আড্ডা থেকেই অর্জন করা যায় অনেক কিছু। অবাধ স্বাধীনতাময় ক্যাম্পাস জীবনের এসব আড্ডা থেকে উঠে আসে বাংলার নানা প্রান্তের তুখোড় মেধাবী মুখ!

লেখা: শিক্ষার্থী ও সাংবাদিক, গণ বিশ্ববিদ্যালয়।

জেএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।