বাংলা চ্যানেল পাড়ি দিলেন চাঁদপুরের মাসুম

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০২:০৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৩

৪ ঘণ্টা ৩৮ মিনিট সময় নিয়ে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন চাঁদপুরের মাহমুদুল হাসান মাসুম। ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সাঁতার শুরু করেন তিনি। দুপুর ২.০৮ মিনিটে সেন্টমার্টিন এসে পৌঁছান।

বাংলা চ্যানেল সাঁতারের ১৮তম আয়োজনে ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন তিনি। এদিন সাঁতারে নেমেছিলেন ২ নারীসহ ৪৩ জন সাঁতারু।

মাহমুদুল হাসান মাসুম ঢাকা জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে অনুশীলন করছেন। এছাড়া বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। পাশাপাশি বিভিন্ন ম্যারাথন ইভেন্টেও অংশগ্রহণ করেন তিনি।

আরও পড়ুন: পরিযায়ী পাখি দেখতে ঘুরে আসুন মহামায়ায়

‘এক্সট্রিম বাংলা’ আয়োজিত এ আসরে দেশ-বিদেশের ৪০ জন সাঁতারু সফলভাবে শেষ করেন। এর মধ্যে ২ জন শেষ করতে পারেননি এবং একজন অনুপস্থিত ছিলেন।

মাহমুদুল হাসান মাসুম বলেন, ‘যুবসমাজকে অন্যায় থেকে দূরে রাখতে স্পোর্টসের বিকল্প নেই। প্রত্যেক মানুষের সাঁতার শেখা উচিত। প্রতি বছর এমন আয়োজন হলে দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীতে একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বাংলা চ্যানেল।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।