শ্রীলঙ্কা ভ্রমণে যেসব স্পট ঘুরে দেখতে ভুলবেন না

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৫ অক্টোবর ২০২২

সাইফুর রহমান তুহিন

শ্রীলঙ্কার নাম শুনতেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ পাহাড় ও দৃষ্টিনন্দন সব সৈকতে পরিপূর্ণ এক স্থানের প্রতিচ্ছবি। দক্ষিণ এশিয়ার সর্বদক্ষিণের এই দেশ ভারত মহাসাগর দ্বারা বেষ্টিত।

এখানে পর্যটকদের জন্য আছে অনেক আকর্ষণ। যা একে বানিয়েছে পর্যটকদের এক প্রাণকেন্দ্র। এরই মধ্যে যারা শ্রীলঙ্কা ভ্রমণে যাবেন বা যাওয়ার পরিকল্পনা করছেন তারা কয়েকটি স্পট ঘুরে আসতে ভুলবেন না। জেনে নিন স্পটগুলো সম্পর্কে-

jagonews24

কলম্বো সিটি স্কাইলাইন ভিউ

শ্রীলঙ্কা ভ্রমণে কোনো পর্যটকই যে দৃশ্যটি মিস করতে চান, সেটি হলো সূর্যাস্তের সময় বেইরা লেক ও কলম্বো সিটি স্কাইলাইন ভিউ। বেইরা লেকের অবস্থান কলম্বো শহরের একেবারে মাঝখানেই।

jagonews24

নয় খিলানের ব্রিজ, ডেমোদারা, ইলা

এটি শ্রীলঙ্কার বিখ্যাত সেতুগুলোর একটি। এটি ‘ব্রিজ ইন দ্য স্কাই’ নামেও পরিচিত। ঔপনিবেশিক শাসনামলের এক নজরকাড়া স্থাপত্যকর্ম এটি। এই ব্রিজের দৈর্ঘ্য ৯১ মিটার ও প্রস্থ ২৪ মিটার।

jagonews24

অ্যাডামস পিক

সেন্ট্রাল শ্রীলংকায় অবস্থিত ২ হাজার ২৪৩ মিটার উচ্চতার নজরকাড়া অ্যাডামস পিক একটি নজরকাড়া সংকীর্ণ পাহাড়। এই পাহাড়ের খ্যাতি আছে।

এর চূড়ার এক পাথরে নাকি পবিত্র পদচিহ্ন আছে! যা ‘শ্রীপদ’ হিসেবে পরিচিত। এটি ১.৮ মিটার লম্বা। এই পদচিহ্নের বিষয়ে বোদ্ধরা বলেন গৌতম বুদ্ধের, শৈবরা বলেন শিবের ও খ্রিস্টানরা বলেন সেন্ট থমাসের। রাতেরবেলা আলোকিত পাহাড়টিকে দেখতে দারুণ লাগে।

jagonews24

ওয়েলিগামা

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলীয় মাতারা জেলায় অবস্থান ওয়েলিগামা শহরের। এই এলাকার বালুকাময় সাগরের কারণে ‘ওয়েলিগামা’ নামকরণ হয়েছে। যার অর্থ হলো বালুকাময় গ্রাম।

ওয়েলিগামা শহরের সাগরঘেঁষা বিস্তৃত এলাকার দৃশ্য সবাইকে মুগ্ধ করে। বিশেষ করে উপর থেকে দেখলে সাগরে ভাসমান জেলে নৌকা, সৈকত ও উত্তাল ঢেউয়ে ভাঙতে থাকা প্রবালপ্রাচীর নজরে আসবে।

jagonews24

ডাম্বুলা

ডাম্বুলা শহরের স্বর্ণমন্দিরকে ডাম্বুলার গুহা মন্দিরও বলা হয়। এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। পর্যটকরা এই স্থানে ঢুঁ মারতেও ভুলেন না।

jagonews24

সীতা আম্মান মন্দির, নুওয়ারা এলিয়া

শ্রীলঙ্কাকার নুওয়ারা এলিয়া অঞ্চলেই নাকি সীতা বন্দী হয়েছিলেন প্রেতাত্মাদের দ্বারা।এখানকার সীতা নদীকে স্থানীয়রা পবিত্র বলে মনে করেন। চাইলে ঘুরে আসতে পারেন এই স্থান থেকেও।

লেখক: ফ্রিল্যান্স সাংবাদিক ও ভ্রমণ লেখক।

জেএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।