লালবাগ কেল্লায় কখন ও কীভাবে ঘুরতে যাবেন

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০২ অক্টোবর ২০২২

কোথাও ভ্রমণে যেতে হলে সেই জায়গা সম্পর্কে সবারই আগের থেকেই খোঁজ খবর নেওয়া উচিত।

ধরুন আপনি অনেক কষ্ট করে ভ্রমণস্থলে পৌঁছানোর পর যদি দেখেন ওই ভ্রমণকেন্দ্র বন্ধ আছে, তাহলে নিজেকে দুর্ভাগা বলা ছাড়া আর কোনো উপায় থাকে না।

এছাড়া আপনি যেখানে ঘুরতে যাচ্ছেন ওই ভ্রমণস্থলের বিশেষ আকর্ষণগুলো কী, সেগুলো আগের থেকেই যদি আপনি জেনে নিতে পারেন তাহলে তা দেখার আগ্রহ অনেক বেশি থাকবে। ঠিক তেমনই এক স্থান হলো লালবাগ কেল্লা।

প্রত্নতাত্ত্বিক এই স্থানে ঘুরতে যেতে পছন্দ করেন কমবেশি সব পর্যটকরাই। চলুন তবে জেনে নেওয়া যাক পুরান ঢাকার ঐতিহ্য লালবাগ কেল্লার ভ্রমণ নির্দেশনাগুলো-

বর্তমানে লালবাগ কেল্লা পরিদর্শনের সময় (২৭ সেপ্টেম্বর ২০২২ পাওয়া তথ্য মতে)। রোববার লালবাগ কেল্লা সাপ্তাহিক ছুটি থাকায় সম্পূর্ণ বন্ধ থাকে।

লালবাগ কেল্লায় কখন ও কীভাবে ঘুরতে যাবেন

তাই এদিন লালবাগ কেল্লা ভ্রমণের কথা মাথায় আনবেন না। এছাড়া সোমবার অর্ধবেলা বন্ধ রাখা হয়। অর্থাৎ সকালের সময়টাতে বন্ধ থাকে লালবাগ কেল্লা।

সোমবারে কেল্লা ভ্রমণ করতে হলে আপনাকে দুপুর ২টা-৫টার মধ্যে যেতে হবে। যেহেতু পুরো কেল্লার আয়তন বেশ বড়, তাই হাতে একটু সময় নিয়ে যাওয়া ভালো। আপনার হাতে যদি ২ ঘণ্টা সময় থাকে, তাহলে পুরো কেল্লা ঘুরে দেখার জন্য যথেষ্ট পাবেন।

বাকি দিনগুলোতে (মঙ্গলবার-শনিবার) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে লালবাগ কেল্লা। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকে।

কোন পথে লালবাগ কেল্লায় যাবেন?

ঢাকার যে কোনো স্থান থেকে আপনি লালবাগ কেল্লায় যেতে পারবেন। গুলিস্তান থেকে রিকশা অথবা সিএনজিতে চড়ে আপনি সরাসরি লালবাগ কেল্লায় যেতে পারবেন।

এছাড়া আপনি ঢাকার নিউমার্কেট, শাহবাগ কিংবা আজিমপুর বাসস্টান্ড থেকে লালবাগ কেল্লায় যেতে পারবেন। যদি লাইন বাসে যেতে চান তাহলে আপনাকে নামতে হবে আজিমপুর এতিমখানা বাসস্ট্যান্ড।

সেখান থেকে রিকশায় মাত্র ২০-৩০ টাকায় আপনি পৌঁছে যাবেন লালবাগ কেল্লায়। নিউমার্কেট থেকে রিকশায় যেতে চাইলে আপনাকে ৪০-৫০ টাকা গুনতে হবে।

লালবাগ কেল্লায় কখন ও কীভাবে ঘুরতে যাবেন

কেল্লার ভেতরে প্রবেশ করবেন যেভাবে

লালবাগ কেল্লা পরিদর্শনের জন্য আপনাকে লাইনে দাঁড়িয়ে প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট কাউন্টার পেয়ে যাবেন প্রধান ফটকের সামনেই।

টিকিটের মূল্য বাংলাদেশি নাগরিকদের জন্য ২০ টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ১০০ টাকা ও অন্যান্য দেশের নাগরিকদের জন্য ২০০ টাকা।

কেল্লার ভেতরে যেসব কাজ করবেন না

১. দুর্গের ভেতরে কোনো প্রকার যানবাহন, এমনকি সাইকেল নিয়েও প্রবেশে নিষেধাজ্ঞা আছে।

২. খেলাধুলা করা সম্পূর্ণ নিষেধ।

লালবাগ কেল্লায় কখন ও কীভাবে ঘুরতে যাবেন

৩. বড় ব্যাগ নিয়ে কেল্লায় আপনি প্রবেশ করতে পারবেন না।

৪. লালবাগ কেল্লার ভেতরের ফুলের বাগান থেকে ফুল ছেড়া বা বাগানের ক্ষতি করা যাবে না।

৫. দুর্গের মধ্যে পানাহার ও মূত্রত্যাগ করা যাবে না।

৬. দুর্গের কোনো স্থাপনার ক্ষতি সাধন বা খোদাই করে কিছু লিখলে এক বছরের জেল ও জরিমানার বিধান আছে।

পুরান ঢাকার খাবার

লালবাগ কেল্লা ভ্রমণ শেষে আপনি চাইলে পুরান ঢাকার খাবারের স্বাদ নিতে পারবেন। লালবাগ কেল্লার প্রধান ফটকের আশপাশে অনেকগুলো রেস্তোরা আছে।

এছাড়া একটু হাঁটলে আপনি পেয়ে যাবেন পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী শাহি বিরিয়ানি/ হাজি বিরিয়ানি/ নানা বিরিয়ানি।

লেখক: ফ্রিল্যান্সার গণমাধ্যমকর্মী

লালবাগ কেল্লা যে কারণে নির্মাণ করা হয়েছিল

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।