কুয়াকাটায় পর্যটকদের ঢল, দাম বেড়েছে সব কিছুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:১২ এএম, ৩১ ডিসেম্বর ২০১৯

২০১৯ সালের শেষ সূর্যাস্ত উপভোগ ও ২০২০ সালকে বরণ করতে সমুদ্রসৈকত কুয়াকাটায় পর্যটকদের ঢল নেমেছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এখন সব বয়সের মানুষের পদচারণায় মুখর পর্যটন স্পটগুলো। ট্যুরিস্ট পুলিশ বলছে, পর্যটকদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুয়াকাটা আমির হামজা গেস্ট হাউসের ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বর্তমানে পর্যটন মৌসুম চলছে। এখন বড় হোটেলের পাশাপাশি আমাদের মতো ছোট হোটেলের কক্ষও ফাঁকা নেই। পর্যটকদের চাপ বেশি থাকায় ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে।’

kuakata-in-

সমুদ্র পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ী আমির, ইকবাল ও আমিরুল বলেন, ‘বর্তমানে প্রচুর পর্যটকের আগমন ঘটছে। তাই বিক্রি বেড়েছে। বেশি দামে পণ্য কেনা, তাই একটু বেশি দামে বিক্রি করছি। সিজনে ব্যবসা না করলে সারা বছর চলবো কিভাবে?’

পর্যটক কিশোর, হাসিব ও রায়হান বলেন, ‘সৈকতে প্রচুর লোকজন সমাগম হয়েছে। হৈ-হুল্লোড়, খেলাধুলায় আনন্দের শেষ নেই। তবে হোটেলে রুম বিড়ম্বনা ও খাবারসহ নিত্যপণ্যের দাম অনেক বেশি।’

kuakata-in-

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘থার্টিফাস্ট নাইটকে কেন্দ্র করে কুয়াকাটায় প্রচুর পর্যটকের আগমন ঘটবে। পর্যটকরা যেন হয়রানির শিকার না হন, সে কারণে সংশ্লিষ্টদের নিয়ে সভা করা হয়েছে। জেলা পুলিশ, নৌ পুলিশের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সাদা পোশাকেও গোয়েন্দা সংস্থা কাজ করছে।’

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।