যে কারণে বন্ধ হলো থাইল্যান্ডের ‘মায়া বে’

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১১ মে ২০১৯

২০০০ সালে মুক্তি পায় লিওনার্দো ডি ক্যাপ্রিওর ‘দ্য বিচ’ সিনেমাটি। এর বড় একটি অংশের শুটিং হয়েছিল থাইল্যান্ডের ‘মায়া বে’ সৈকতে। তখন থেকেই জনপ্রিয়তা পেতে থাকে সৈকতটি। দিন দিন বাড়তে থাকে পর্যটকের সংখ্যা।

তবে অতিরিক্ত পর্যটকের উপস্থিতি সামলাতে না পেরে অবশেষে বন্ধ করে দেওয়া হলো সৈকতটি। কারণ সৈকতের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে চলেছে। তাই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য ২০২১ সাল পর্যন্ত এটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

> আরও পড়ুন- ভারত ভ্রমণে শীর্ষে বাংলাদেশ

দেশটির পর্যটন দফতর জানায়, ২০১৮ সালে সৈকতে ২৫ লাখ পর্যটক হাজির হয়েছিল। প্রতিদিন ৬ হাজারেরও বেশি ভ্রমণকারী উপস্থিত হয় সৈকতটিতে। বন্ধ থাকার সময়ে সৈকতকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রাকৃতিক পরিবেশও ফিরিয়ে আনা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

maya-in.jpg

সূত্র জানায়, সৈকতে অতিরিক্ত পর্যটকের কারণে বন্যপ্রাণী ও উপকূলীয় গাছপালা ধ্বংস হচ্ছে। এছাড়া পর্যটকরা প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ময়লা-আবর্জনা সাগরে ও বেলাভূমিতে ফেলে রাখে।

> আরও পড়ুন- কানাডা ভ্রমণের উপযুক্ত সময় মে-আগস্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়। যেভাবে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়েছে, তাতে ঠিক করতে অনেক সময় প্রয়োজন। তাই সময় নিয়ে ঠিক করে পর্যটনের জন্য খোলা হবে সৈকতটি।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।