গরমে ঘুরে আসুন দিল্লির পাঁচ পাহাড়

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২০ এপ্রিল ২০১৯

বৈশাখ মানেই গরম। চৈত্রের শেষ থেকেই ধেয়ে আসছে গরম। দিল্লিতেও ইতোমধ্যে শুরু হয়েছে তাপপ্রবাহ। সামনেই গ্রীষ্মকালীন ছুটি। এ ছুটিতে ঘুরে আসতে পারেন পাশের দেশ ভারতের দিল্লি থেকে। সেখানে দেখতে পারবেন পাহাড়ি গ্রাম। জেনে নিন জায়গাগুলো সম্পর্কে-

ল্যান্ডসডাউন: ভারতের উত্তরাখণ্ডের কাছে ল্যান্ডসডাউন। এখানে পাবেন ওক আর পাইন গাছ। বৃক্ষ ঘেরা এ পাহাড়ি বন সবার কাছে খুব জনপ্রিয়। তাই ছুটি পেলেই সবাই ভিড় জমান এখানে। দেশ-বিদেশের যে কেউ ঘুরে আসতে পারেন। সে জন্য ভ্রমণ ভিসা সম্পর্কে খোঁজ-খবর নিতে পারেন।

বিজ্ঞাপন

india

> আরও পড়ুন- থাইল্যান্ডের চিয়াং মাই যাবেন কেন?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধনৌলটি: ২ হাজার ২৮৬ মিটার উচ্চতার এই পাহাড়ি জনপদ ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয়। স্থানীয় যারা শহরে থাকেন; তারা দুদিনের মুক্তির স্বাদ পেতে বারে বারে যান এখানে। বাংলাদেশ থেকেও ঘুরে আসতে পারেন। সে ক্ষেত্রে ভিসা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পন্ন করতে হবে।

india

কসৌলি: শান্ত এ পাহাড়ি জনপদ লেখকদের কাছে খুবই জনপ্রিয়। একমনে নিজের কাজ করতে অনেকেই চলে আসেন এখানে। এখানকার মাঙ্কি পয়েন্ট ও গুরুদ্বার খুবই জনপ্রিয়। বিভিন্ন কাজে যারা গ্রীষ্মকালে ভারত যান, তারা অবশ্যই সুযোগ করে ঘুরে আসবেন এখান থেকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

> আরও পড়ুন- সিকিমে যে ৫টি জায়গায় অবশ্যই যাবেন

আলমোরা: লক্ষ্মৌ থেকে মাত্র ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত আলমোরা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্য গরমের ছুটির অন্যতম ডেস্টিনেশন। পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশ থেকেও বহু মানুষ ঘুরতে যায় সেখানে।

india

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

চাক্রাতা: বরফঢাকা পাহাড় চূড়া দেখতে দেখতে সকালের নাস্তা করতে চান? তাহলে ঘুরে আসুন এখান থেকে। এ গরমেরও পুলওভার চাপিয়ে ঠান্ডার আমেজ নিতে পারবেন। বাংলাদেশের কেউ চাইলেও ঘুরে আসতে পারেন এখান থাকে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।