বিমানে হাতব্যাগে যেসব জিনিস নেওয়া যাবে না

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৬ মার্চ ২০১৯

নানাবিধ প্রয়োজনে আমাদের বিমান ভ্রমণ করতে হয়। কারো কারো জন্য হয়তো একেবারে নতুন অভিজ্ঞতা। তাই কিছু নিয়ম-কানুন জেনে রাখা ভালো। আজ জানবো বিমানে হাতব্যাগে কোন কোন জিনিস নেওয়া যাবে না।

এজন্য প্রথমেই বিমানের কেবিনে অনুমোদিত বহনযোগ্য হাতব্যাগ সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ বিমানে যাত্রার সময় আপনি কোন কোন মালামাল হাতব্যাগে রাখতে পারবেন না।

মালামালগুলো হচ্ছে-

১. মেশিনগান
২. পিস্তল
৩. নেইল কাটার
৪. রশি
৫. ব্লেড
৬. মাছ
৭. মাংস

biman-in-(1)

৮. পেন্সিল ব্যাটারি
৯. বাটাল
১০. ম্যাচ বাক্স
১১. প্লাস
১২. লাইটার
১৩. কাচি
১৪. ছুরি
১৫. সুঁই-সিরিঞ্জ
১৬. স্ক্রু ড্রাইভার

biman-in-(2)

১৭. কাঁটা চামচ
১৮. মরিচের গুড়া
১৯. সেভিং ফোম
২০. ক্রিকেট ব্যাট
২১. অ্যারোসল

তবে এসব মালামাল বড় লাগেজে দেওয়া যায়। যেটা চেক ইন করার সময় সংশ্লিষ্ট এয়ারলাইন্সে আপনি দিয়ে দেবেন বহন করার জন্য। অর্থাৎ চেক ইন লাগেজে ভরে আনতে পারেন। শুধু হাতব্যাগ আপনি বহন করতে পারেন। তাই এ জিনিসগুলো হাতব্যাগে নেওয়ার সুযোগ নেই।

এছাড়া ডায়াবেটিক রোগীর যে কোন জরুরি মুহূর্তে ইনসুলিন নিতে হয়। সে ক্ষেত্রে তিনি সিরিঞ্জ কিভাবে নেবেন? এ ব্যাপারেও উপায় বলে দেওয়া হয়েছে। তাই চেক ইন করার সময় এমন বিষয় ‘স্পেশ্যাল কেইসে’ বলে রাখতে পারেন। তাহলে তারা ব্যবস্থা করে দেবেন।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।