মেঘকাব্য’র প্রথম বর্ষপূর্তি উদযাপন

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৩ মার্চ ২০১৯

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অবস্থিত সাজেক ভ্যালির অন্যতম নান্দনিক কটেজ মেঘকাব্য’র প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে এ বর্ষপূর্তি পালিত হয়।

অনুষ্ঠানে একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, দেশ টিভির সম্পাদক সুকান্ত গুপ্ত অলক, জাগোনিউজ২৪.কমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার, এটিএন বাংলার চীফ রিপোর্টার নাদিরা কিরণসহ ২১ জন ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সিনিয়র সাংবাদিক, মেঘকাব্যর পরিচালকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২১ প্রকার পাহাড়ি গাছের কাঠ দিয়ে তৈরি সাজেক ভ্যালির মেঘকাব্য হিলটপ কটেজটি গাঙচিল গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। যা কম সময়েই পরিচিতি পেয়েছে ভ্রমণপিপাসুদের কাছে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।