বর্ষায় নৌ-ভ্রমণের সতর্কতা

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৭ জুন ২০১৮

এখন বর্ষাকাল। নদীমাতৃক এ দেশে এখনো ভ্রমণে নৌযানের প্রয়োজনীয়তা অসীম। এখনো লঞ্চ, ফেরি, স্পিডবোট, ট্রলার ও নৌকায় ভ্রমণ করতে হয়। এসব বাহনে ভ্রমণের সময় নিজেদের একটু সতর্ক থাকতে হয়। তাই জেনে নিন নৌযানে ভ্রমণের সতর্কতা সম্পর্কে-

১. চাইলে নরমাল বা কেবিন ভাড়া নিতে পারেন। কেবিন নিলে মালামাল নিশ্চিন্তে থাকে।
২. নরমাল ভ্রমণ করতে চাইলে মালামাল নিরাপদে নিজের সামনেই রাখুন।

৩. লঞ্চ বা ফেরির টিকিট কাটতে দালালদের এড়িয়ে চলুন। তাদের মিষ্টি কথায় ভুলবেন না।
৪. সঙ্গে বিছানা চাদর বা বড় কাপড় রাখুন। এই কাপড়ের ওপরই বসতে পারবেন।
৫. শিশু ও বৃদ্ধদের নিজের কাছে রাখুন। কারণ বিপদ যে কোনো সময়ই হতে পারে।
৬. অপরিচিত কারও সঙ্গে সম্পর্ক করলে ক্ষতির কারণ হতে পারে।
৭. দূরের ভ্রমণে বেশ কয়েকজন থাকলে পালা করে ঘুমান।

lonch-in.jpg

৮. সময়-অসময়ে ফেরি বা লঞ্চের একেবারে কিনারায় যাবেন না।
৯. নদীতে বাতাস থাকলে স্পিডবোটে ভ্রমণ না করাই ভালো।
১০. অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ, স্টিমার, নৌকা, স্পিডবোটে ভ্রমণ করবেন না।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।