ভ্রমণের জন্য চাই ক্রেডিট কার্ড

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১২ মে ২০১৮

ভ্রমণপিপাসু বাঙালির জন্য ব্যাংকের ক্রেডিট কার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়। নগদ টাকা বহন করার চেয়ে ক্রেডিট কার্ড আরামদায়ক এবং ঝুঁকিমুক্ত। তবে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার আগে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন-

১. বেশিরভাগ সময়ে বিমানে যাতায়াত করলে, এমন কার্ড বেছে নিন যেখানে অতিরিক্ত লাভ হিসেবে জাতীয় এবং আর্ন্তজাতিক ক্ষেত্রে আরামদায়ক স্থানের সুবিধা থাকবে।

২. প্রয়োজন অনুযায়ী কার্ড বাছুন। বিশেষ কিছু কার্ড আছে, যেখানে কমপ্লিমেন্টরি মেম্বরশিপ অফার করা হয়ে থাকে।

৩. টিকিট বুক করার জন্য বিভিন্ন সুবিধার কথাও চিন্তা করুন। সবদিক বিবেচনা করে পছন্দমতো কার্ড বেছে নিন।

৪. ক্রেডিট কার্ডের চুক্তির সময় প্রতিষ্ঠানের বিভিন্ন অফার করবে খেয়াল করুন। অফারের গিফট ভাউচারগুলো আপনার কাজ সহজ করবে।

৫. রেস্তোরাঁ বিল, হোটেল বুকিং, স্পা সার্ভিস, গাড়ি বুকিংসহ একাধিক কাজকে সহজ করবে কার্ডটি।

৬. এমন একটি কার্ড বেছে নিন; যেখানে আপনাকে ট্রান্সজাকশনের জন্য কম চার্জ দিতে হবে।

৭. অনেক কার্ডে বিমা পলিসি থাকে। যাত্রী দুর্ঘটনার শিকার হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুবিধা পাবেন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।