নববর্ষে ইউডা শিক্ষার্থীদের শিক্ষা সফর
বাংলা নববর্ষ উপলক্ষ্যে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) এমবিএ শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। ১৩ ও ১৪ এপ্রিল নরসিংদীর ড্রিম হলিডে পার্ক ও বিক্রমপুরের এম জে রিসোর্টে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এতে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হন সাবেক শিক্ষার্থীরাও।
সকালে শংকর ক্যাম্পাস থেকে যাত্রা শুরু হয়। দুপুরে মজার মজার খাবার পরিবেশন করা হয়। বিকেলে গান, কবিতা, আবৃত্তি, কৌতুক পরিবেশনাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন।
এ শিক্ষা সফরের আহ্বায়ক ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষক আব্দুল্লাহ-হিল মুনতাকিম। উৎসাহ জুগিয়েছেন ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর মুজিব খান। বিভিন্নভাবে সহায়তা করেছেন রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত চৌধুরী, মাস্টার্স প্রোগ্রাম পরিচালক প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ সেলিম, প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার তপন কুমার বিশ্বাস, বিজনেস স্টাডিজের ডিন মাহমুদুল কবিরসহ অনেকেই।
এসইউ/এমএস